Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলংকা ভ্রমণে বিভিন্ন দেশের সতর্কতা জারি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০২২, ৪:৫৩ পিএম

শ্রীলংকায় অর্থনৈতিক সঙ্কটে দেশটির বিভিন্ন প্রান্তে প্রতিদিনই সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিচ্ছেন হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস, জলকামান এবং রাবার বুলেট ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিচ্ছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ তাদের নাগরিকদের জন্য শ্রীলংকায় ভ্রমণে সতর্কতা জারি করেছে। খবর কলম্বো গ্যাজেট।
এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানায়, শ্রীলংকায় চলমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে মার্কিন যুক্তরাষ্ট্র তার নাগরিকদের শ্রীলংকা ভ্রমণ পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, শ্রীলংকায় অর্থনৈতিক পরিস্থিতির কারণে দেশটিতে জ্বালানি ও রান্নার গ্যাসের পাশাপাশি কিছু ওষুধ এবং প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর ঘাটতি রয়েছে। এতে সারা দেশের মানুষ সরকারবিরোধী বিক্ষোভ করছে।
কিছু ক্ষেত্রে, পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে।দ্বীপজুড়ে নিত্যপণ্যের তীব্র ঘাটতি এবং বিদ্যুৎ বিচ্ছিন্নতা ভয়াবহ আকার ধারণ করছে। কিছু ক্ষেত্রে গণপরিবহন সীমিত করা হয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের শ্রীলংকা ভ্রমণ পুনর্বিবেচনা করা উচিত।
যুক্তরাষ্ট্র ছাড়াও একই কারণে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য কানাডা তাদের নাগরিকদের শ্রীলংকায় ভ্রমণে সতর্কতা জারি করেছে। তারা বলছে, আগামী দিনে কলম্বো এবং সারা দেশে আরো বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। এতে দেশটিতে যে কোনো সময় পরিস্থিতি অবনতি হতে পারে। নিয়ন্ত্রণে দেশটির সরকার স্থানীয় কর্তৃপক্ষকে ওয়ারেন্ট ছাড়াই ব্যক্তিদের গ্রেফতার করার ক্ষমতা দেবে। এমতাবস্থায় শ্রীলংকা ভ্রমণ পরিহার করা উচিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ