মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেন অভিয়ানের কারণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিশেধাজ্ঞা দিলেও তাদেরই সদস্য দেশ হাঙ্গেরি রাশিয়ান মুদ্রা রুবলে গ্যাস কিনতে রাজি হয়েছে। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নিজেই এ তথ্য জানিয়েছেন।
বুধবার এক সংবাদ সম্মেলনে অরবান বলেন, রাশিয়া চাইলে গ্যাসের চালানের মূল্য রুবলে পরিশোধ করবে তার দেশ। রাশিয়ার বিরুদ্ধে একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করেছেন যে, রুবলে মূল্য পরিশোধ না করলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে পারে দেশটি।
হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জার্তো এর আগে বলেছিলেন, রাশিয়ার সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তিতে ইইউ কর্তৃপক্ষের 'কোনো ভূমিকা' নেই। এটি হাঙ্গেরির রাষ্ট্রীয় মালিকানাধীন এমভিএম এবং গ্যাজপ্রমের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে সম্পন্ন হয়। হাঙ্গেরির এমন সিদ্ধান্তের বিষয়ে ইউরোপীয় কমিশন এখনো কোনো মন্তব্য করেনি।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তাব প্রত্যাখ্যানকারী ইইউ দেশগুলোর মধ্যে অন্যতম হাঙ্গেরি। প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরিতে যে পরিমাণ গ্যাস ব্যবহার করা হয় তার ৮৫ শতাংশ এবং জ্বালানি তেলের ৬৪ শতাংশ রাশিয়া সরবরাহ করে। সূত্র: রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।