মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটিশ এয়ারওয়েজ হিথ্রো বিমানবন্দর থেকে কর্মী সংকটে বুধবারও (৬ এপ্রিল) চারটি ফ্লাইট বাতিল করেছে। এর আগে কোম্পানিটি ৭৪টি ফ্লাইট বাতিল করে। করোনা সম্পর্কিত কারণে কর্মী সংকট দেখা দেওয়ায় কোম্পানিটি এ সিদ্ধান্ত নিয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে ব্রিটিশ এ কোম্পানিটি তাদের ফ্লাইট বাতিলের সম্ভাবনার কথা জানায়। মে পর্যন্ত শিডিউল কমানোর পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সম্প্রতি বেশ কিছু কর্মী করোনার কারণে অনুপস্থিত থাকায় আরও ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত আসে।
তাছাড়া ইজিজেটও এদিন গ্যাটউইক বিমানবন্দরের ৩০টি ফ্লাইট বাতিল করে।
ব্রিটিশ এয়ারওয়েজ মঙ্গলবার একদম শেষদিকে ছয়টি ফ্লাইট বাতিল করে। তাছাড়া সোমবার এটি পূর্ব নির্ধারিত ৬২টি ফ্লাইট বাতিল করে। এসময় ১২টি ফ্লাইট বাতিল করা হয় একদম শেষের দিকে।
জানা গেছে, করোনা সম্পর্কিত কারণে দেশটির বিমানবন্দর ও এয়ারলাইনসগুলোতে কর্মী ঘাটতি দেখা দিয়েছে। এদিকে বিভিন্ন কারণে কোম্পানিগুলো কর্মী নিয়োগে হিমশিম খাচ্ছে। অন্যদিকে মহামারির সময় বহুকর্মী চাকরি ছেড়ে দিয়েছে।
ইজিজেট জানিয়েছে, করোনার কারণে কর্মী সংখ্যা স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ কমেছে। এতে আমস্টারডাম, ক্রাকো, বোলোগনা ও বার্লিন রুটে বেশি প্রভাব পড়েছে বলেও জানানো হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।