Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাজে আম্পায়ারিং, স্লেজিংয়েই লজ্জার হার!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

ওয়ানডের সুখস্মৃতি এক লহমায় বিলীন হয়ে গেছে টেস্টে মাত্র ৩৫ রানে গুটিয়ে ২২০ রানের লজ্জার হারে। ডারবান টেস্টে যে পরিমাণ বাজে আম্পায়রিং আর স্লেজিংয়ের শিকার হতে হয়েছে বাংলাদেশ দলকে তাতে হারের দায় নিজের কাঁধে তুলে নিলেও ক্ষতে প্রলেপের একটু চেষ্টা করতেই পারেন মুমিনুল হক। আর সেটি করতে বাংলাদেশ অধিনায়ক পাশে পাচ্ছেন বাংরাদেশ ক্রিকেট বোর্ডকেও। বাজে আম্পায়ারিং ও দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের সেøজিংয়ের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।
ডারবান টেস্টের চতুর্থ দিনে আম্পায়ারিং নিয়ে সাকিব আল হাসানের টুইটের পর দিনের খেলা শেষে এ নিয়ে কথা বলেছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ। ঐদিনই আম্পায়ার ম্যারাইস এরাসমাস ও আড্রিয়ান হোল্ডস্টকের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল পেটের পীড়ার কারণে এ টেস্টে না খেলা তামিম ইকবালকে। জানা গেছে, মাঠে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের আচরণ নিয়েই আম্পায়ারদের সঙ্গে কথা বলছিলেন তামিম। ৫৩ রানে গুটিয়ে গিয়ে বড় ব্যবধানে হারের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলেনে আম্পায়ারিং নিয়ে কথা বলেছেন অধিনায়ক মুমিনুল হকও। অভিযোগ করেছেন দক্ষিণ আফ্রিকানদের ‘সীমা ছাড়িয়ে যাওয়া’ সেøজিং নিয়েও, ‘ক্রিকেট মাঠে সেøজিং সব সময় হয়। সেøজিং হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেøজিং যখন গালাগালির পর্যায়ে চলে যায়, এটা খুব খারাপ। আমার মনে হয়েছে, মাঝেমধ্যে ওরা গালাগালি করছিল, খুব বাজেভাবে। যেটা আম্পায়ার ওইভাবে খেয়াল করেননি।’
গতকাল দলের সঙ্গে থাকা জালাল ইউনুস বলেছেন, ডারবান টেস্ট নিয়ে আইসিসির ম্যাচ ম্যানেজারের কাছে অভিযোগ জানাবেন তারা। পাশাপাশি অধিনায়কের দেওয়া প্রতিবেদনেও এ বিষয়ে অভিযোগ থাকবে। মাঠে আম্পায়ারদের অভিযোগ করেও কোনো লাভ হয়নি বলে ক্রিকইনফোকে জানিয়েছেন দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় থাকা জালাল, ‘ওয়ানডে সিরিজ শেষে আম্পায়ারিং নিয়ে ইতোমধ্যে আমরা অভিযোগ দায়ের করেছি। আমাদের ম্যানেজার নাফীস ইকবালের সঙ্গে শুরুর দিকে বাজে আচরণ করেছিল ম্যাচ রেফারি কিন্তু যখন আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম তখন সে নরম হয়েছিল। এবার এই টেস্ট ম্যাচ নিয়ে আরেকটি অফিসিয়াল অভিযোগ দিব। জয় (মাহমুদুল হাসান) যখন ব্যাটিং করতে গেল, ওরা ঘিরে ধরেছিল তাকে। কিছু বলছিল। সে জুনিয়র খেলোয়াড় বলে জবাবে কিছু বলতে পারেনি। এটা নিন্দনীয়। (তবে) সেøজিং নিয়ে যখনই আম্পায়ারদের কাছে অভিযোগ করেছি আমরা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বদলে বরং আমাদের খেলোয়াড়দেরই সতর্ক করেছেন আম্পায়াররা।’
সাকিব তার টুইটে জোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় আবার নিরপেক্ষ আম্পায়ারে ফিরে যেতে বলেছিলেন। একই দাবি তুলেছেন জালালও, ‘অবশ্যই দুই দলের দিক থেকেই সেøজিং হয়েছে, তবে তারা শুরু করেছিল এটি। আম্পায়ারদের কাছে অভিযোগও করেছি আমরা। এটা গ্রহণযোগ্য নয়। আমরা এর প্রতিবাদ জানাই। আম্পায়ারের সিদ্ধান্ত আমাদের মেনে নিতে হবে, কিন্তু অবশ্যই নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনা উচিত আইসিসির।’ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিরপেক্ষ আম্পায়ার ফিরিয়ে আনার দাবি তুলেছেন মুমিনুলও, ‘আমার মনে হয়, আইসিসির উচিত, এটা নিয়ে চিন্তাভাবনা করা। নিরপেক্ষ আম্পায়ারিং আবার ফিরিয়ে আনা উচিত। জোভিডের আগে যেমন ছিল, তেমন। জোভিডের কারণে মাঝে হয়নি। এখন তো জোভিড নিয়ন্ত্রণে আছে। শুধু এই সিরিজে নয়, অনেক সিরিজেই এমন (ভুল আম্পায়ারিং) হয়েছে।’

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ