Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনা যুক্তরাজ্যের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

নতুন সাতটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাজ্য। ২০৫০ সালের মধ্যে এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অনুযায়ী বাড়ানো হচ্ছে বায়ুবিদ্যুৎকেন্দ্রের সংখ্যাও। খবর রয়টার্স। যুক্তরাজ্যের ব্যবসা ও জ্বালানিবিষয়ক মন্ত্রী কাওয়াসি কাওয়ারটেং বলেন, যদি আমরা ২০৫০ সালের প্রেক্ষাপট চিন্তা করি তাহলে দেখতে পাব, সেখানে ছয় বা সাতটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে। আগামী দুই বছরের মধ্যেই এটা বাস্তবায়ন হবে, এমন বলছি না। কিন্তু ভবিষ্যৎ যুক্তরাজ্যের জন্য এটি করতে হবে। ২০৫০ সাল নাগাদ কার্বন নিঃসরণ শ‚ন্যে নামানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যুক্তরাজ্য। দেশটির সরকার আগামী সপ্তাহেই নতুন জ্বালানি নিরাপত্তা কৌশল প্রকাশের আশা করছে। যেখানে যুক্তরাজ্যের বিদ্যুৎ সক্ষমতা বাড়ানোর বিষয়ে উপায় খোঁজা হবে। এনার্জি ইউকে ট্রেড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটির ২১ শতাংশ বিদ্যুৎ আসে ১৫টি পারমাণবিক রিঅ্যাক্টর থেকে। এ সক্ষমতা আরো বাড়ানোর পরিকল্পনা ও কৌশল নির্ধারণ করছে সরকার। এমন সময় এ পরিকল্পনার কথা ঘোষণা করা হলো যখন অনেক ব্রিটিশ নাগরিক তাদের বিদ্যুৎ বিল দিতে হিমশিম খাচ্ছেন। আগের চাইতে অনেক বেড়ে গেছে তাদের জীবনযাপনের ব্যয়। জনগণের বিরোধিতার কথা উল্লেখ করে কাওয়ারটেং ও পরিবহনমন্ত্রী গ্রান্ট শ্যাপস দুজনই উপক‚লীয় বায়ুবিদ্যুৎকেন্দ্র তৈরির সম্ভাব্যতা কম বলে জানিয়েছেন। গ্রান্ট শ্যাপস বলেন, কিছু বিশেষ কারণে আমি উপক‚লীয় বায়ুবিদ্যুতের পক্ষে নই। অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতো রাশিয়ার কাছে জ্বালানির জন্য তেমন নির্ভরশীল নয় যুক্তরাজ্য। ফলে সেখান থেকে আমদানি বন্ধ হয়ে গেলে খুব বেশি প্রভাব পড়বে না। এ বিষয়ে পরিবহনমন্ত্রী বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন যা করছেন তাতে আমরা এমন পৃথিবীতে বাস করতে চাই না, যেখানে আমাদের রাশিয়ার হাইড্রোকার্বনের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। অবশ্য এখনো তাদের ওপর আমরা তেমন নির্ভরশীল নই। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ