Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ১২:০২ এএম

৪০ রুশ কুটনীতিক
ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশেই অবস্থিত বুচা শহরে বর্বরতা চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এর প্রতিবাদ স্বরূপ ৪০ রুশ ক‚টনীতিককে বহিষ্কার করেছে জার্মানি। রুশ দূতাবাস নিশ্চিত করেছে, জার্মানিতে রাশিয়ার ক‚টনৈতিক মিশনের ৪০ সদস্যকে সে দেশ ত্যাগ করতে বলা হয়েছে। বার্লিনের সবশেষ এ পদক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে মস্কো। সোমবার (৪ এপ্রিল) মস্কোর পক্ষ থেকে বলা হয়, রুশ ক‚টনীতিক বহিষ্কারের যে সিদ্ধান্ত জার্মানি নিয়েছে, তা বন্ধুসুলভ নয়। জার্মানির এ সিদ্ধান্ত বার্লিনের সঙ্গে মস্কোর সম্পর্ককে খারাপ করবে। ডয়েচে ভেলে।


সব মানুষ
বিশ্বের প্রায় সব মানুষই দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডবিøউএইচও)। সোমবার এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, বিশ্বের ৯৯ শতাংশ মানুষ মারাত্মকভাবে দূষিত বায়ুতে শ্বাস নেয়। প্রতি বছর বিশ্বে লাখ লাখ মানুষের মৃত্যুর পেছনে এই বাতাসের খারাপ মানকে দায়ী করেছে সংস্থাটি। সংস্থাটির পরিবেশ, আবহাওয়া পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ক পরিচালক মারিয়া নেইরা সাংবাদিকদের বলেন, বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ১০০ শতাংশ এখন এমন বাতাসে শ্বাস নিচ্ছেন যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা মানকে ছাড়িয়ে গেছে। রয়টার্স।


নতুন চেয়ারপারসন
হুয়াওয়ের নতুন রোটেটিং চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মেং ওয়ানঝু। স¤প্রতি চীনা প্রযুক্তি জায়ান্টটির ওয়েবসাইটে এ তথ্য আপডেট করা হয়। প্রায় তিন বছর কানাডায় আটক ছিলেন হুয়াওয়ের সিএফও মেং ওয়ানঝু। গত বছর চীনে ফিরে আসার পর সিএফও ও ডেপুটি চেয়ারপারসনের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। নতুন পদায়নের ফলে হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেনফেইয়ের কন্যা আগামী ছয় মাস পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেবেন। গত মার্চে শেষ হয়েছে সাবেক রোটেটিং চেয়ারপারসন গিয়ু পিংয়ের মেয়াদ। তিনি সুপারভাইজরি বোর্ডের সদস্য হিসেবে কাজ করবেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন