পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
বিনয় একজন মানুষের ব্যক্তিত্ব প্রকাশের অন্যতম মাধ্যম। একজন মানুষ যত বেশি বিনয়ী, সমাজের চোখে এমনকি সকল মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা তত বেশি। তবে অধিকাংশ ক্ষেত্রেই বিনয় আর তোষামোদ বিষয় দু’টাকে আমরা এক করে ফেলি। তোষামোদ বলতে বোঝায় কোনো একটি স্বার্থসিদ্ধি অথবা কোনো নির্দিষ্ট কাজ হাসিল করে নেওয়ার জন্য প্রয়োজনের তুলনায় বাড়িয়ে বলা কিংবা বাড়িয়ে করা। তোষামোদ করতে গিয়ে অধিকাংশ সময়ই মিথ্যা কিংবা ছল-চাতুরীর আশ্রয় নিতে হয়; যা একজন মানুষের ব্যক্তিত্ববোধকে সরাসরি প্রশ্নবিদ্ধ করে। অন্যের ভালো কাজগুলোকে শালীন ভাষায় প্রশংসা করা বিনয়ের অংশ। কিন্তু অধিকাংশের চোখে যে কাজটি মন্দ সেটিকে ভুলভাবে উপস্থাপন করে তোষামোদি করা একইসাথে যেমন দৃষ্টিকটু, তেমনি ব্যক্তিত্বপরিপন্থী কাজ। তাই তোষামোদ চর্চা থেকে বের হয়ে এসে বিনয়ের মাধ্যমে আমরা যেন আমাদের ব্যক্তিত্ব গঠনে বেশি গুরুত্ব আরোপ করি সে বিষয়ে সকলের দৃষ্টিপাত জরুরি বলে মনে করছি।
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।