Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১১:৫০ এএম

গত ৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। সঙ্কট মোকাবেলায় ব্যর্থ হয়ে দায়িত্ব ছেড়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্দ কাবরাল।
সোমবার অজিথ পদ ছাড়ার একদিন পর মঙ্গলবার জানা গেল শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব নিতে যাচ্ছেন পি নন্দলাল বীরাসিংহে। তিনি নিজেই বিট্রিশ সংবাদ মাধ্যম বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বীরাসিংহে কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনরের দায়িত্ব নেবেন।
যদিও এখনও শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক আনুষ্ঠানিকভাবে বীরাসিংহের নাম ঘোষণা করেনি। তবে ব্যাংকটির একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, বীরাসিংহের বিষয়টি প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অনুমোদনের অপেক্ষায় আছে।
তবে বীরাসিংহে জানিয়েছেন, শ্রীলঙ্কা সরকার তাকে গর্ভনর পদে বসার প্রস্তাব দিয়েছে, তিনি তাতে রাজি হয়েছেন। অস্ট্রেলিয়া থেকে তিনি বিবিসিকে ফোনে বলেন, ‘আমি গভর্নরের দায়িত্ব নিতে যাচ্ছি। ৭ এপ্রিল আমি শ্রীলঙ্কা ফিরবো।’
তবে শ্রীলঙ্কার চলমান অর্থনৈতিক সঙ্কট নিয়ে কোন কথা বলতে রাজি হননি বীরাসিংহে। জানিয়েছেন, এরইমধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন; শ্রীলঙ্কা ফিরে পরিস্থিতি বুঝেই তিনি সিদ্ধান্ত নেবেন। সূত্র: বিবিসি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শ্রীলঙ্কা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ