মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবাকে টেলিফোন করেছেন। চীন বলছে, ইউক্রেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে সোমবার এই টেলিফোন করা হয়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গত ১ মার্চের পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটা প্রথম টেলিফোন আলাপ।
বেইজিংয়ের সঙ্গে মস্কোর সুসম্পর্ক থাকায় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে রাশিয়াকে আক্রমণ বন্ধ করতে অনুরোধ জানাতে বলেছিলেন।
সর্বশেষ টেলিফোন আলাপে বেইজিং সংঘাত বন্ধে সংলাপে বসার কথা বলেছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং-ই বলেন, যুদ্ধ কার্যত শেষ। এখন মূল বিষয় হলো দুর্দশার দিকে নজর দেওয়া। ইউরোপের স্থায়ী নিরাপত্তা এবং সুষম ও কার্যকর স্থায়ী ইউরোপীয় নিরাপত্তা কিভাবে বজায় রাখা যায় তার দিকে নজর দেওয়া। এ ক্ষেত্রে চীন গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত বলেও উল্লেখ করেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।