মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাশিয়ার জাতীয় মহাকাশ কম্পানির মহাপরিচালক আলেক্সি রোগজিন গতকাল (রোববার) জানান, তারা ইতোমধ্যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সকল ধরনের যৌথ প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে। ইউক্রেনের উপ-অর্থমন্ত্রী একই তথ্য জানিয়ে বলেন, এ পর্যন্ত যুদ্ধে তার দেশের সরাসরি আর্থিক ক্ষতি হয়েছে ৫৬৫ বিলিয়ন মার্কিন ডলার।
আলেক্সি রোগজিন রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘নৈতিক কারণে’ রাশিয়ার জাতীয় মহাকাশ কম্পানি পশ্চিমা দেশগুলোর সাথে সকল সহযোগিতা বন্ধ করে দিয়েছে। তারা ইউক্রেনকে অস্ত্র ও রাজনৈতিক সমর্থন দেওয়া কোনো দেশের সাথেই সহযোগিতা করবে না।
এদিকে, ইউক্রেনের উপ-অর্থমন্ত্রী জানান, যুদ্ধের কারণে তার দেশের সরাসরি আর্থিক ক্ষতি হয়েছে ৫৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে অবকাঠামো খাতে ক্ষতি ১১৯ বিলিয়ন, বেসামরিক ব্যবস্থানা খাতে ক্ষতি ৯১ বিলিয়ন এবং আর্থিক বিনিয়োগ খাতে ক্ষতি ৫৪ বিলিয়ন মার্কিন ডলার।
ওদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কোনাশেনকভ গতকাল (রোববার) জানান, রুশ বাহিনী ইউক্রেনের কয়েকটি বড় আকারের জ্বালানি ডিপোর উপরে রকেট হামলা চালিয়েছে।
আর রুশ জাতীয় প্রতিরক্ষা কমান্ড কেন্দ্রের পরিচালক মিজান্টসেভ জানান, তুরস্কের অনুরোধ অনুযায়ী, রুশ পক্ষ আজ (সোমবার) মারিউপোল থেকে বারদিয়ানস্ক পর্যন্ত মানবিক করিডার খুলে দেবে। ২ মার্চ থেকে রাশিয়া ইউক্রেনে ৭৮৪২.৩ টন মানবিক পণ্যদ্রব্য পাঠিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।