Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরদোগানের অনুরোধ রাখবে রাশিয়া

এক রাতে ইউক্রেনের ৫১ সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

রাশিয়ার ন্যাশনাল ডিফেন্স কন্ট্রোল সেন্টারের প্রধান কর্নেল-জেনারেল মিখাইল মিজিনসেভ গতকাল বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের অনুরোধে, মারিউপোলে জাতীয়তাবাদীদের হাতে জিম্মি হওয়া বিদেশী নাগরিকদের সরিয়ে নিতে রাশিয়া সহায়তা দেবে। এদিকে, ইউক্রেনের ৫১ সামরিক লক্ষ্যবস্তু রাতারাতি ধ্বংস করেছে রুশ বিমান বাহিনী।

কর্নেল-জেনারেল মিখাইল মিজিনসেভ বলেছেন, ‘রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনের কাছে তুরস্ক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট এরদোগানের অনুরোধ অনুসারে, মারিউপোলের কিছু এলাকায় জাতীয়তাবাদী ব্যাটালিয়নের অবশিষ্ট জঙ্গিদের দ্বারা জিম্মি করা বিদেশী নাগরিকদের সরিয়ে নেয়ার ক্ষেত্রে পূর্ণ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।’ তিনি উল্লেখ করেছেন যে, রাশিয়া ইউক্রেনের বিপজ্জনক অঞ্চল থেকে বেসামরিক ও বিদেশিদের সরিয়ে নেয়ার জন্য সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে। ‘সেই উদ্দেশ্যে, আমরা ক্রমাগত জাতিসংঘ, ওএসসিই, রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে সহযোগিতা করছি।’ মিজিনসেভের মতে, রাশিয়া অন্যান্য দেশ এবং আন্তর্জাতিক সংস্থার মানবিক উদ্যোগের প্রতি সজাগ রয়েছে। গত শনিবার, তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী হুলুসি আকর বলেছেন যে, আঙ্কারা মারিউপোলে বেসামরিক এবং আহতদের সরিয়ে নেয়ার জন্য জাহাজ সহায়তা প্রদান করতে পারে।

এদিকে, গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেনকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার বিমান বাহিনী রাতারাতি ইউক্রেনের ৫১টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করেছে, যার মধ্যে দুটি আর্টিলারি ক্লাস্টার এবং দুটি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) রয়েছে। ‘রাতে, রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের কৌশলগত যুদ্ধ বিমান ৫১টি ইউক্রেনীয় সামরিক স্থাপনায় আঘাত করেছে। এর মধ্যে রয়েছে: চারটি কমান্ড পোস্ট, বারভেনকোভো এবং সøাভিয়ানস্ক সম্প্রদায়ের আশেপাশে ওসা-একেএম সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমের দুটি লঞ্চিং সিস্টেম, দুটি আর্টিলারি ব্যাটারি, দুটি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম, কনস্টান্টিনোভকা এবং ক্রেস্টিশে সম্প্রদায়ের আশেপাশে চারটি ফিল্ড আর্টিলারি এবং ক্ষেপণাস্ত্র গুদাম, সেইসাথে ৩২টি প্রতিরক্ষা পোস্ট এবং ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সামরিক অস্ত্রাগার,’ কোনাশেনকভ বলেন।

রাশিয়ার সশস্ত্র বাহিনী ওডেসার কাছে একটি তেল শোধনাগার এবং তিনটি জ্বালানি ও লুব্রিকেন্ট ডিপোকে জাহাজ এবং বিমানচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্মূল করেছে, কোনাশেনকভ বলেছেন। ‘আজ সকালে, একটি তেল শোধনাগার এবং তিনটি জ্বালানী এবং লুব্রিকেন্ট ডিপো যেগুলি নিকোলায়েভের দিকে ইউক্রেনীয় সেনাদের গ্রুপের জন্য জ্বালানী সরবরাহ করছিল উচ্চ-নির্ভুল সমুদ্র এবং বায়ুচালিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নির্মূল করা হয়েছিল,’ তিনি বলেছিলেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর থেকে রাশিয়ার সশস্ত্র বাহিনী ১২৫টি যুদ্ধবিমান, ৮৮টি হেলিকপ্টার এবং ৩৮৩টি ড্রোন ধ্বংস করেছে। ‘সব মিলিয়ে, বিশেষ সামরিক অভিযানের শুরু থেকে, ১২৫টি যুদ্ধবিমান এবং ৮৮টি হেলিকপ্টার, এবং ৩৮৩টি মনুষ্যবিহীন আকাশযান, ২২১টি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম, ১,৯০৩টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যুদ্ধ যান, ২০৭টি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম, ৮০৫টি ফিল্ড আর্টিলারি অস্ত্র এবং মর্টার, সেইসাথে বিশেষ সামরিক স্বয়ংচালিত সরঞ্জামের ১,৭৮১ ইউনিট নির্মূল করা হয়েছে,’ তিনি বলেছিলেন। সূত্র : তাস।



 

Show all comments
  • গিয়াস উদ্দিন ৪ এপ্রিল, ২০২২, ৩:২৫ এএম says : 0
    বিশ্বের এখন অন্যতম প্রভাবশালী নেতা হচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান
    Total Reply(0) Reply
  • আরমান ৪ এপ্রিল, ২০২২, ৩:২৫ এএম says : 0
    আশা করি অনতিবিলম্বে এই যুদ্ধ স্থায়ীভাবে শেষ হবে
    Total Reply(0) Reply
  • সফিক আহমেদ ৪ এপ্রিল, ২০২২, ৩:২৬ এএম says : 0
    রাশিয়া তাদের লক্ষ্য অর্জন করে ছাড়বে
    Total Reply(0) Reply
  • মোহাম্মদ দলিলুর রহমান ৪ এপ্রিল, ২০২২, ৬:২৩ এএম says : 0
    আশা করি পশ্চিমাদের শয়তানী মুসলিম দেশ গুলি থেকে নিপাত হবে,পশ্চিমারা ইসলাম বিরোধী,ইউক্রেন এর নাট্যকার প্রেসিডেনট রাশিয়ার সন্তান হয়ে রাশিয়ার জন্য পশ্চিমাদের পক্ষ হয়ে ইউক্রেন এ রাসায়নিক অস্রে ভানডার করেছে,কিন্তু নিদিমের পুতিন রাশিয়ার সন্তান অবশ্যই সে রাশিয়া ভূখণ্ড এবং জনগণের ক্ষতি হতে দেবে না,ইউক্রেন এর যে সমস্ত লোক হতাহত হয়ে নিহত হয়েছে সে জন্য নাট্যকার জেলেনসকি দায়ী,তাকে সে জন্য ফাঁসি দেওয়া যেতে পারে,সে আমেরিকার এবং পশ্চিমাদের দালাল। জেলেনসকির সাথে পুতিন এর এক টেবিলে বসা পুতিন এর মান ইজ্জতের বেপার,একজন বিশ্বসের সেষ্ঠ প্রেসিডেন্ট কি করে এক জন মাছি মোশার সাথে বসবে,সেটি সম্ভব নাও হতে পারে যদি ও সেই বৈঠক হবে তবে নাট্যকার জেলেনসকির কপাল ভালো বলতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ