Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুসল্লিদের বাধা না দেয়ার আহ্বান এরদোগানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:১৫ এএম

ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে চলা উত্তেজনা কমিয়ে আনার পদক্ষেপ নেওয়ায় ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। শুক্রবার হারজগকে ফোন করে এজন্য ধন্যবাদ জানান এরদোগান। এসময় তিনি রমজানে আল-আকসায় মুসল্লিদের বাধা না দেয়ার অনুরোধ করেন ইসরাইলি প্রেসিডেন্টকে। ফেনালাপে এরদোগান গত কয়েকদিন ধরে ইসরাইলের শহরে চলা সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানান এবং হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এরদোগান পবিত্র রমজানে আল-আকসা মসজিদে ইবাদতের জন্য মুসল্লিদের প্রবেশে বাধা না দিতে ইসরাইলের প্রেসিডেন্টকে অনুরোধ করেন। বিশেষ করে রমজানের শেষ ১০ দিন পবিত্র আল-আকসা মসজিদ ২৪ ঘণ্টা মুসল্লিদের জন্য খোলা রাখার ও অন্য ধর্মাবলম্বীদের এ সময় সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান এরদোগান। এ দুই নেতা মধ্যপ্রচ্যে শান্তি প্রতিষ্ঠায় আবারও আলোচনায় বসবেন বলে আশা প্রকাশ করেন। ডেইলি সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসল্লিদের বাধা না দেয়ার আহ্বান এরদোগানের
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ