Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:১৬ এএম

হঠাৎ মৃত্যু
ইনকিলাব ডেস্ক : বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ানের মাদক মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের আচমকাই মৃত্যু হল। প্রভাকরের আইনজীবী তুষার খান্ডারে জানিয়েছেন, শুক্রবার মুম্বাইয়ের চেম্বুরের মাহুল এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। আরিয়ানের দেহরক্ষী বাহিনীর প্রধান কিরণ গোসাভির টিমের সদস্য প্রভাকর কয়েক মাস আগে অভিযোগ করেছিলেন, মুম্বাই প্রমোদতরীকাণ্ডে আরিয়ানের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) পক্ষ থেকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে! দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ডিএনএ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, এবিপি।


পরীক্ষা বাতিল
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার সঙ্গে পারমাণবিক উত্তেজনা কমাতে আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিএমবি) একটি পূর্বনির্ধারিত পরীক্ষা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার সঙ্গে উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে আগেই পরীক্ষাটি স্থগিত রাখা হয়। শুক্রবার মার্কিন বিমান বাহিনী জানিয়েছে পরীক্ষাটি বাতিল করে দেওয়া হয়েছে। রাশিয়া নিজেদের পারমাণবিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার ঘোষণা দেওয়ার পর গত ২ মার্চ মিনুটেম্যান ৩ আইসিএমবি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বিলম্বিত করার ঘোষণা দেয় পেন্টাগন। রয়টার্স।


চূড়ান্ত সতর্ক
ইনকিলাব ডেস্ক : দখলকৃত এলাকায় নিয়োজিত রুশপন্থী নেতাদের উদ্দেশে সতর্ক বার্তা শুনিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার ভোরে এসব নেতাদের উদ্দেশে জেলেনস্কি বলেন তারা দীর্ঘ দিন টিকবে না। নেতৃত্ব দখলের এই প্রচেষ্টা ‘খুবই দুর্বল এপ্রিল ফুল জোক’ উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘তাদের প্রতি আমার বার্তা খুবই সাধারণ: বিশ্বাসঘাতক হওয়ার দায় অনিবার্য।’ জেলেনস্কি বলেন, ‘আগামীকাল বা তারপরের দিন কী হবে তা গৌণ ইস্যু। মূল বিষয় হলো ন্যায়বিচার পুনর্বহাল হওয়া কেউ ঠেকাতে পারবে না’। বিবিসি।


কে আসছেন
ইনকিলাব ডেস্ক : কয়েক সপ্তাহের মধ্যে হোয়াইট হাউজ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন প্রেস সেক্রেটারি জেন সাকি। তবে এখনও তার বিকল্প চূড়ান্ত করেনি প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। হোয়াইট হাউজের ভিতরের এবং বাইরের একাধিক সূত্র জানিয়েছে, সাকির স্থলে বেশ কয়েক জনের কথা বিবেচনা করা হচ্ছে। এদের মধ্যে রয়েছেন হোয়াইট হাউজের ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জেন-পিয়ার্স এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি। ওয়াশিংটনে শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব তবে বাইডেনের সঙ্গে কাজ করার দীর্ঘ ইতিহাস জন কিরবির নেই। তবে তাদেরকেই শীর্ষ প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছে। রয়টার্স।


৩ পাইলট নিহত
ইনকিলাব ডেস্ক : দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর প্রশিক্ষণ মহড়ার সময় দুই বিমানের মধ্যে আকাশে সংঘর্ষ হয়েছে। এতে ৩ পাইলট নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১ জন। শুক্রবার সকালে প্রশিক্ষণ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। দেশটির দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের বিমানঘাঁটি কেটি-১ বিমানঘাঁটি থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে ঘটে এ দুর্ঘটনা। সেখানে ৩০ জনের বেশি দমকলকর্মী ও উদ্ধারকর্মী অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে। খবরে বলা হয়েছে, এ ঘটনায় তিনজন মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ