Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনাকে বিদায় দিতে নতুন পরিকল্পনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০৫ এএম

অতিমারি করোনা থেকে বিশ্বকে মুক্তির পথ দেখানোর সর্বশেষ পরিকল্পনা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা- হু। বর্তমানে করোনায় মৃত্যুহার স্তিমিত। সংক্রমণ বাড়লেও, তার ব্যাপক ক্ষতিকারক কোনও ছবি এই মুহূর্তে বিশ্বের কোথাও নেই। তবুও সতর্ক বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিকল্পনায় তাই তিনটি সম্ভাব্য চিত্রও তুলে ধরা হয়েছে। আগামী বছর করোনা এলে কী করবেন, সেটাও সেই সব সম্ভাবনার তালিকায় রাখা হয়েছে। হু এর ডিরেক্টর জেনারেল টেড্রোস আধানম গেব্রিয়েসাস জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে মনে করা হচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়েছে। করোনা সংক্রমণ সামলে নেওয়ার জেরেও যেমন বেড়েছে। তেমনই টিকাকরণও চলছে। কিন্তু, করোনাও আবার রূপ বদলাচ্ছে। সেই কথা মাথায় রেখেই আগাম পরিকল্পনা নেওয়া হল বলেই গেব্রিয়েসাস জানিয়েছেন। আগামী দিনে করোনা কীভাবে ফিরতে পারে, তার জন্য তিনটি সম্ভাবনার কথা মাথায় রাখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ছড়ালেও মারাত্মক ক্ষতিকারক কোনও প্রভাব ফেলবে না। যার জন্য সকলের আর নতুন করে বুস্টার ডোজ নেওয়ার দরকার পড়বে না। এক্ষেত্রে যে টিকা নেওয়া হয়েছে, তাই রোগ প্রতিরোধে যথেষ্ট বলে ধরে নেওয়া যেতে পারে। আবার, করোনা নতুন এক ক্ষতিকারক রূপে ফিরে দ্রুত ছড়াতে পারে। এক্ষেত্রে ভ্যাকসিন কোনও কাজে দেবে না। মানুষের দ্রুত মৃত্যু ঘটবে। এক্ষেত্রে গণহারে বুস্টার ডোজ দিয়ে চেষ্টা চালানো ছাড়া কোনও গতি নেই। এর মধ্যে কোনদিকে করোনার গতিপ্রকৃতি, আপাতত সেদিকে নজর রাখা ছাড়া উপায় নেই। একথা মাথায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা পরিস্থিতির ওপর নজর রাখার জন্য বিভিন্ন দেশের কাছে আর্জি জানিয়েছে। আর এই নজর রাখার জন্য করোনা পরীক্ষায় জোর দিতে হবে বলেই জানিয়ে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এতে যেমন ব্যক্তির করোনা সংক্রমণ চিহ্নিত করা সহজ হবে। তেমনই, সংক্রমণ ছড়ানো রোধ করাও দ্রুত সম্ভব হবে বলেই মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ