Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী-ছেলে আটক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ৪:৫৫ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় পুলিশ ওই গৃহবধূর স্বামী ও ছেলেকে আটক করেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, শুক্রবার (১ এপ্রিল) ভোর রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়ের ধর্মপুর গ্রামের বেলের ভিটা নামক স্থানে নিজ বাড়িতে মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে মোনারুলের স্ত্রী মোছাঃ আদুরী বেগমকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। গৃহবধূর মানসিক ভারসাম্যহীন ছেলে আইয়ুব আলী (১৮) তার মাকে হত্যা করেছে বলে স্থানীয় বেশিরভাগ লোকজনের ধারণা। কারণ আইয়ুব আলী ইতোমধ্যেই বেশ কয়েকবার তার বাবা-মা ও জেঠাকে মারপিট করেছে। এমনকি সে বেড়াতে গিয়ে আতœীয়দেরও মারপিট করেছে জানান এলাকাবাসি। খবর পেয়ে পুলিশ গৃহবধূ আদুরী বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণসহ গৃহবধূর স্বামী মোনারুল ও ছেলে আইয়ুব আলীকে আটক করে। সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ গৃহবধূকে হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, গৃহবধূর স্বামী ও ছেলেকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিটিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ