Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোয়াইনঘাটে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ২

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২০, ১:১৬ পিএম

সিলেটের গোয়াইনঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে খুন করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের নলজুরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম (৭০) ওই গ্রামের বাসিন্দা।

এলাকার লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে রাতে একই গ্রামের ইসমাইল আলী ও তার লোকজনের সাথে আবদুর রহিমের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইসমাইল আলীর লোকজন আবদুর রহিমকে মারধর করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে তিনি মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পিটিয়ে হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ