Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈশ্বরগঞ্জে স্কুল ছাত্রীকে ইভটিজিং করায় কিশোরের ১মাসের জেল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ৩:৩৭ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে শিপন চন্দ্র বর্মণ (১৯) নামে এক কিশোরকে এক মাসের জেল ও ৫শত টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. হাফিজা জেসমিন ওই দণ্ড প্রধান করেন। দণ্ডপ্রাপ্ত ওই কিশোরের বাড়ি ময়মনসিংহ জেলার সদর উপজেলার চরনিলক্ষিয়া গ্রামের সুধীর চন্দ্র বর্মণের ছেলে।

জানা যায়, উপজেলার পৌর এলাকায় বৃহস্পতিবার সকালে ওই শিক্ষার্থী স্কুলে যাচ্ছিল। এ সময় ঈশ্বরগঞ্জ পৌর সদরে চরনিখলা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে এসে অভিযুক্ত কিশোর ওই ছাত্রী কে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করতে থাকে। এসময় তার এমন উত্ত্যক্তে ছাত্রীটি ভয়ে দৌড়ে একটি দোকানের সামনে আশ্রয় নেয়। এমন অবস্থা দেখে স্থানীয় লোকজন ছাত্রীকে কি হয়েছে জিজ্ঞেস করলে মেয়েটি তখন বলে ওই ছেলেটি বিভিন্ন ভাবে তাকে হয়রানির করছে। ছাত্রীর এমন কথা শুনে স্থানীয়রা অভিযুক্ত শিপনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসারকে জানায়। খবর পেয়ে অপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন ঘটনাস্থলে গিয়ে শিপকে এক মাসের কারাদণ্ড ও ৫শত টাকা জরিমানা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ