Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমিতির নামে অর্ধকোটি টাকা আত্মসাত, মূলহোতা খুলনায় গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ৩১ মার্চ, ২০২২, ২:৪৪ পিএম

খুলনার কথিত ভূমি দস্যু, চাঁদাবাজ নাজমুল হাসান সোহাগকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ এর একটি টিম। তার বিরুদ্ধে ভূমি দস্যুতা ও সমবায় সমিতির নামে অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব তাকে গ্রেফতার করে। আজ বৃহষ্পতিবার দুপুর র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে খুলনা মহানগরীর সদর থানাধীন জিরোপেয়ন্ট এলাকা থেকে গ্রেফতার করা হয়। সে বাগেরহাট জেলার রামপাল থানাধীন শ্রীরম্ভা গ্রামের নুর আলীর ছেলে।
র‌্যাব আরো জানায়, বাগেরহাটের রামপালে স্বনির্ভর ক্ষুদ্র সমবায় সমিতি লিঃ নামে একটি সমিতি তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেন নাজমুল হাসান সোহাগ ও তার সহযোগীরা। পরবর্তীতে যারা টাকা দিয়েছিলেন তারা টাকা ফেরত চাইলে নাজমুল হাসান সোহাগ তাদের ভয়ভীতি প্রদান করেন। ভূক্তভোগীরা প্রশাসনের বিভিন্ন অফিসের মাধ্যমে টাকা ফেরতসহ দায়ীদের বিরুদ্ধে শাস্তি দাবি করেন এবং পরবর্তীতে থানায় মামলা দায়ের করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ