মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নালায় পড়ে
ইনকিলাব ডেস্ক : দিল্লিতে নালায় পড়ে এক রিকশাচালকসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার দিল্লির রোহিনি এলাকার ১৬ নম্বর সেক্টরে এ দুর্ঘটনা ঘটে। দেশটির ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) তাদের লাশ উদ্ধার করেছে। এনডিআরএফ’র কর্মকর্তা শ্রী নিবাস জানিয়েছে, রাতেই উদ্ধার অভিযান শেষ হয়েছে। সুরারেজ লাইন থেকে চারজনেরই লাশ উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রথমে তিনজন শ্রমিক সুরারেজ লাইনে পড়ে যান। তাদের উদ্ধার করতে গিয়ে পড়েন রিকশাচালকও। সেখানে চারজনেরই মৃত্যু হয়। এনডিটিভি।
সচল রাখতে
ইনকিলাব ডেস্ক : লকডাউনের মধ্যেও সাংহাইয়ের লুজিয়াজুই ফিন্যান্সিয়াল সিটিকে সচল রাখতে অফিসে রাত কাটাচ্ছেন ২০ হাজারেরও বেশি ব্যাংক কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও অন্যান্য কর্মী। সাংহাইতে লকডাউনের আগেই ব্রোকারেজ, সম্পদ ব্যবস্থাপক এবং আর্থিক বিনিময় প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের অফিসে ডেকে পাঠায়। রাতে অফিসে ঘুমানোর জন্য তাদেরকে স্লিপিং ব্যাগ ও অন্যান্য সরঞ্জাম সরবরাহ করেছে। কোনো কোনো প্রতিষ্ঠান ২৪ ঘণ্টায় দু’বার পালাবদলের ব্যবস্থাও করেছে। হুয়াংপু নদীর পূর্বে পুডংয়ের লুজিয়াজুই ফিনান্সিয়াল সিটিতে ২৮৫টি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ২০ হাজার কর্মী রয়েছে। গত বছর লুজিয়াজুই ফিন্যান্সিয়াল সিটিতে ২৯২ ট্রিলিয়নের লেনদেন হয়েছিল। বিবিসি।
দশ কূটনীতিক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা বাল্টিক অঞ্চলের দেশ এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুনিয়ার দশ কূটনীতিককে বহিষ্কার করেছে। মঙ্গলবার ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে এই তথ্য জানানো হয়। এর আগে চলতি মাসের শুরুর দিকে লাটভিয়া, এস্তোনিয়া এবং লিথুনিয়া সম্মিলিতভাবে রাশিয়ান ১০ কূটনীতিককে বহিষ্কার করেছিল। রাশিয়া বলছে, রুশ কূটনীতিকদের বহিষ্কারের প্রতিশোধ হিসেবে তারা এই কূটনীতিকদের বহিষ্কার করেছে। উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। আল-জাজিরা।
বিমসটেক শীর্ষ
ইনকিলাব ডেস্ক : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বুধবার সকালে বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট-বিমসটেকের পঞ্চম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বিমসটেক কনভেনশনে ফৌজদারি বিষয়গুলোর পারস্পরিক আইনি সহায়তা সম্পর্কিত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বা মনোনীতরা স্বাক্ষর করবেন। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড মিলিয়ে একটি সাত-জাতীয় আঞ্চলিক সংস্থা। রয়টার্স।
নতুন সতর্কতা
ইনকিলাব ডেস্ক : মার্কিন নাগরিকদের জন্য রাশিয়া ভ্রমণে নতুন সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ায় মার্কিন নাগরিকদের ‘বিচ্ছিন্ন করা ও আটকে রাখা হতে পারে’ বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের হয়রানির আশঙ্কার কথা উল্লেখ করে সতর্কবার্তায় মার্কিনদের রাশিয়ায় ভ্রমণ না করার নির্দেশনাসহ ‘অবিলম্বে’ রাশিয়া ছাড়তে বলা হয়েছে। এ ছাড়া ‘স্থানীয় আইনের নির্বিচার প্রয়োগ’ করা হতে পারে বলেও মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। সতর্কবার্তা আরও বলা হয়েছে, ইউক্রেনে থাকা কিংবা রাশিয়া-অধিকৃত অঞ্চল দিয়ে স্থলপথে নিরাপদে সরে যাওয়ার সময় মার্কিন নাগরিকদের ‘রুশ সামরিক বাহিনী বিচ্ছিন্ন করছে এবং আটক করছে’ বলে লাগাতার খবর পাওয়া গেছে। সিএনবিসি।
জাতীয়তাবাদীদের
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুদ্ধ বেধে যাওয়ায় অবরুদ্ধ হয়ে পড়া মারিউপোল নগরীতে ইউক্রেনের ‘জাতীয়তাবাদীদের’ অবশ্যই তাদের অস্ত্র জমা দিতে হবে। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে কিয়েভ সংঘাত নিয়ে আলোচনা করার সময় তিনি এ কথা বলেন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা। ক্রেমলিনের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, এই নগরীর (মারিউপোল) মানবিক পরিস্থিতির জটিলতা নিরসনের ক্ষেত্রে ইউক্রেনের জাতীয়তাবাদী যোদ্ধাদের অবশ্যই প্রতিরোধ যুদ্ধ বন্ধ করে তাদের অস্ত্র জমা দিতে হবে। এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।