Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাইডেন পুতিনকে পারমাণবিক যুদ্ধে উস্কানি দিয়েছেন

অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:০০ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ করে ‘ক্ষমতায় থাকতে পারবেন না’ বলার পর জো বাইডেনের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে পারমাণবিক যুদ্ধে প্রায় উস্কানি দেওয়ার অভিযোগ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

শনিবার পোল্যান্ডের ওয়ারশতে দেয়া বক্তৃতায় বাইডেনের মন্তব্যের ব্যাখ্যা দিতে হোয়াইট হাউস বাধ্য হয়ে জোর দিয়ে বলেছে যে, এটি মার্কিন নীতির পরিবর্তন বা শাসন পরিবর্তনের আহ্বানকে প্রতিনিধিত্ব করে না।

মার্কিন প্রেসিডেন্ট তার বক্তৃতার শেষে বলেছিলেন, ‘ঈশ্বরের দোহাই, এ লোক ক্ষমতায় থাকতে পারবে না’। আগে ভøাদিমির পুতিনকে ‘কসাই’ বলেও বর্ণনা করেছিলেন বাইডেন। হোয়াইট হাউসের কর্মকর্তারা যুক্তি দিয়েছেন, প্রেসিডেন্ট বলেছেন যে, রাশিয়ান নেতাকে ‘তার প্রতিবেশী বা অঞ্চলের ওপর ক্ষমতা প্রয়োগের অনুমতি দেয়া যাবে না’। তিনি কি মনে করেন পুতিন সঙ্ঘাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারেন, ডানপন্থী আউটলেট নিউজম্যাক্স তার কাছে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘যখন আপনি তাকে এক কোণে রাখেন এবং তারা দুর্বল কথা বলছে বলে আপনি যেভাবে কথা বলছেন তা প্রায় তাকে উৎসাহিত করছে। ‘আমার মতে, তারা বিষয়টিকে খুব খারাপভাবে পরিচালনা করছে’।

ন্যাটোর মার্কিন স্থায়ী প্রতিনিধি জুলিয়ান স্মিথ সিএনএনকে বলেছেন, বাইডেনের কথাগুলো ‘সেদিন যেসব গল্প শুনেছিল তার একটি তাত্ত্বিক মানবিক প্রতিক্রিয়া’। তবে, সিনেটের বৈদেশিক সম্পর্ক কমিটির একজন রিপাবলিকান সিনেটর জেমস রিশ বলেছেন, বাইডেন একটি ‘ভয়ানক গাফিলতি’ করেন এবং যখন তিনি অফ-স্ক্রিপ্টে গিয়েছিলেন তখন ‘একটি বিশাল সমস্যা’ সৃষ্টি করেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাদের মধ্যে ছিলেন যারা এ মন্তব্য থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন। তিনি বলেন যে, ‘আমি এসব শর্ত ব্যবহার করব না’।
এখনও পর্যন্ত অসফল শান্তি প্রচেষ্টায় রাশিয়ার প্রেসিডেন্টের সাথে একাধিকবার কথা বলেছেন ম্যাখোঁ।
বাইডেনের মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ম্যাখোঁ রোববার ফ্রান্স-৩ টেলিভিশনকে বলেছেন: ‘আমাদের বাস্তব হতে হবে এবং সবকিছু করতে হবে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়’।

কনজারভেটিভ এমপি টোবিয়াস এলউড, যিনি কমন্স ডিফেন্স কমিটির চেয়ারম্যান, শাসন পরিবর্তনের বিষয়ে মি. বাইডেনের মন্তব্যকে ‘অবিবেচক’ বলে অভিহিত করেছেন।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট এখন মি. বাইডেনের বৃহত্তর উদ্দেশ্য হিসাবে শাসনের পরিবর্তন দেখতে পাবেন, যোগ করেছেন: ‘পুতিন এটি ঘুরিয়ে দেবেন, এটি খনন করবেন এবং কঠোর লড়াই করবেন’।

রোববার স্কাই নিউজে উপস্থিত হয়ে শিক্ষা সচিব নাদিম জাহাবী বাইডেনের এ মন্তব্য করা উচিত ছিল কিনা সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেন। তিনি বলেন, হোয়াইট হাউস এ বিষয়ে খুবই স্পষ্ট।

‘প্রেসিডেন্ট এ বিষয়ে একটি অত্যন্ত শক্তিশালী বক্তৃতা দিয়েছেন এবং আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয়েই একমত যে, কে তাদের শাসন করবে তা রুশ জনগণের উপর নির্ভর করে’। সূত্র : ইভিনিং স্ট্যান্ডার্ড।



 

Show all comments
  • মোহাম্মদ দলিলুর রহমান ২৯ মার্চ, ২০২২, ৩:২০ এএম says : 0
    পাগলে কি না বলে আর ছাগল কি না খায়।????????টেম্পো কথাই বলবে।
    Total Reply(0) Reply
  • Fakhruzzaman Khan ২৯ মার্চ, ২০২২, ৭:৩০ এএম says : 0
    রাশিয়া রণে ভঙ্গ না দিলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে বলে মনে হয় ।তাই যদি হয় তাহলে আগামীতে যুদ্ধ ক্ষেত্র ইউক্রেন থেকে রাশিয়ায় স্থানান্তরিত হয়ে যেতে পারে।কারন, ইউক্রেন অস্ত্রের সরবরাহ পেতে যাচ্ছে।যুদ্ধ যখন সমানে সমানে চলবে তখন রাশিয়ার সৈন্যরা পিছু হটতে বাধ্য হবে। রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারবে বলে মনে হয় না। উল্লেখ্য রাশিয়ার জনগণ পুতিনের লেজে ধরে পিছন দিকে টানতেছে।
    Total Reply(0) Reply
  • Mohammad Shamim ২৯ মার্চ, ২০২২, ৭:৩০ এএম says : 0
    জো বাইডেন হলো বিশ্ব স্বৈরাচার তাঁর চাইতে হাজার হাজার গুন ভালো মানুষ পুতিন
    Total Reply(0) Reply
  • Mahmudur Rahman ২৯ মার্চ, ২০২২, ৭:৩০ এএম says : 0
    এতদিন যে আফগানিস্তান, ফিলিস্তিনের মতো দেশগুলোতে নিরীহ মানুষদের অত্যাচার এবং হত্যা করা হয়েছিল তা কোন রাষ্ট্র দেখেনি, কেউ তো তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসেনি।
    Total Reply(0) Reply
  • আলি আজম মিয়া ২৯ মার্চ, ২০২২, ৯:০৮ এএম says : 0
    বাইডেন সাহেব যুদ্ধের বিরুদ্ধে এখন কেন এত কথা বলছেন। এই যুদ্ধ তো আমেরিকার জন্য লাভজনক। তাদের পরিকল্পনার যুদ্ধ এটা। তারা যদি চাইতো এ যুদ্ধ তো হতোই না। যুদ্ধের আগে পুতিন সাহেব তো বারবার বলছেন ন্যাটোর বিস্তার বন্ধ করতে। রাশিয়ার নিরাপত্তার বিষয়ে আলাপ করতে। তখন আমেরিকা চাইলে এ যুদ্ধ বন্ধ করা যেতো। তাছাড়া আমেরিকা নিজেরাই তো অন্যায় ভাবে লাখ লাখ সাধারণ অসহায় ইরাকি ও আফগানদের হত্যা করেছে। তারা হিরোশিমাতে পারোমানিক বোমা ফেলেছে । আজ তারা মানবতার পক্ষে কথা বলে নিজেদেরকে লজ্জিত করছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ