মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরুস্কের রাজধানী ইস্তানবুলে আজ থেকে শুরু হচ্ছে ইউক্রেন-রাশিয়া তিনদিনের শান্তি আলোচনা। ইউক্রেন প্রেসিডেন্ট বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণের বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা করতে তারা প্রস্তুত রয়েছে। একই সাথে পূর্বাঞ্চলীয় ডনবাসের মর্যাদা নিয়ে আপোষেও প্রস্তুত রয়েছে কিয়েভ।
অন্যদিকে রুশ প্রেসিডেন্টকে ফোনালাপে আবারো যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট। রাশিয়ার সঙ্গে একীভূত হতে লুহানস্কে গণভোটের ঘোষণা দিয়েছেন অঞ্চলটির প্রধান। এদিকে ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর যুদ্ধ বন্ধে চলছে একের পর এক আলোচনা ও কূটনৈতিক তৎপরতা। এরই অংশ হিসেবে ইস্তানবুলে আজ আবারও শান্তি আলোচনায় বসবে ইউক্রেন ও রুশ কর্মকর্তরা। এর আগে রুশ সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে, শান্তি চুক্তির জন্য ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছেন ভলোদিমির জেলনস্কি। চুক্তি অবশ্যই তৃতীয় পক্ষের মাধ্যমে নিশ্চিতের পাশাপাশি গণভোটে অনুমোদিত হতে হবে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।