মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনায় অনেকটাই অগ্রগতি হয়েছে। দু’পক্ষই চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি অবস্থানে রয়েছে। এ তথ্য জানিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।
ন্যাটো সদস্যভুক্ত তুরস্কের প্রত্যাশা তাদের মধ্যস্থতায় এ সংকট শিগগিরই সমাধান হবে। তবে আলোচনা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেননি আঙ্কারা।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, দু’পক্ষকে নিরস্ত্রীকরণ, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত, রুশ ভাষা ব্যবহারে বাধা না দেয়াসহ গুরুত্বপূর্ণ ছয়টি ইস্যুতে দু’দেশের মধ্যে আলোচনা চলছে।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বার্তা সংস্থা এএফপিকে বলেন, যখন যুদ্ধ চলছে, বেসামরিক লোকজনকে হত্যা করা হচ্ছে, তখন বিভিন্ন শর্তে একমত হওয়া সহজ বিষয় না। আমরা দেখতে পাচ্ছি, পক্ষগুলো (রাশিয়া ও ইউক্রেন) একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে তুরস্ক। দেশটির আন্তালিয়ায় রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকও হয়। সেখানেও সমাধান না আসায় মস্কো ও কিয়েভ সফর করেন তুর্কী পররাষ্ট্রমন্ত্রী। এরদোগান প্রশাসনের প্রত্যাশা, তাদের হাত ধরেই শান্তি ফিরবে অঞ্চলটিতে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।