বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জের বন্দরে বাসের যাত্রী সেজে গাঁজা পাচারকালে র্যাব-১১’র মাদক বিরোধী অভিযোনে মো. শিহাব (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। শনিবার (২৬ মার্চ) সকালে বন্দরের মদনপুর এলাকায় এ মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃত আসামী মো. শিহাব নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন বন্দর শাহী মসজিদ এলাকার মো. ওয়াজউদ্দিন @ দুলাল এর ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মো. শিহাব একজন ছদ্মবেশী মাদক মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ বাসের যাত্রী সেজে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।