Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা
পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙার দুর্গম পাহাড়ী এলাকা থেকে কার্তিক চন্দ্র ত্রিপুরা প্রকাশ কাতিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে মাটিরাঙা থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পলাশপুর থেকে দুই কিলোমিটার দূরে দুর্গম ২নং রাবার বাগান এলাকার এক জঙ্গল থেকে পুলিশ তার মস্তকবিহীন লাশটি উদ্ধার করে। ৫ মেয়ে ও ২ ছেলের জনক কার্তিক চন্দ্র ত্রিপুরা প্রকাশ কাতিয়া মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের চকপাড়া লম্বাছড়া গ্রামের বাসিন্দা। জানা গেছে, গত বুধবার সকালের দিকে মাটিরাঙ্গা বাজারে আসারে উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আসার পর আর বাড়িতে ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যাচ্ছিল না। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে তার মেয়ের দেবর ছিনুক ত্রিপুরা তাকে খুঁজতে গিয়ে ২নং রাবার বাগান এলাকার রাস্তায় রক্ত দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে পাহাড়ের কেচিংয়ে মাটিচাপা দেয়ার চিহ্ন দেখতে পায়। পরে স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ মোস্তফাকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানান। পরে মাটিরাঙা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মাটিচাপা দেয়া অবস্থায় কার্তিক চন্দ্র ত্রিপুরা প্রকাশ কাতিয়ার মাথাবিহীন লাশ উদ্ধার করে। কিছু দূর থেকে মাটিচাপা অবস্থায় শরীর থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলাকাটা লাশ উদ্ধার

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ