Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মির্জাপুরে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০২০, ১০:৫২ এএম

টাঙ্গাইলের মির্জাপুরে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সোহাগপাড়া এলাকার জুঁই-জুথী ফিলিং স্টেশনের উত্তরপাশ বর্ষার পানি থেকে এই লাশ উদ্ধার করা হয়। তাদের দুজনের গলায় কাটা রক্তাক্ত জখম রয়েছে। তবে পুলিশের ধারণা হত্যা নয় দুর্ঘটনায় তাদের মৃত্যু হতে পারে।

নিহতরা হলেন, কুড়িগ্রাম জেলার চিলমারী থানার শান্তিনগর গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে মাসুদ রানা (৩০) ও রংপুর জেলার কুতোয়ালী থানার চানবাড়ি গ্রামের মকবুল হোসেনের ছেলে মামুন (৩২)। নিহতদের মধ্যে মাসুদ রানা গাজীপুরের কাশিমপুরে গ্রামীণ ফেব্রিকস নামে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং মামুন একই জেলার চক্রবর্তী এলাকায় একটি মোবাইল লোড ও বিকাশের ব্যবসা পরিচালনা করতেন বলে পুলিশ জানিয়েছেন।
জানা গেছে, উত্তর বঙ্গের ওই দুই জেলার ওই দুই বাসিন্দা ঈদের ছুটি শেষে একই মোটরসাইকেলেযোগে কর্মস্থলে ফিরছিলেন। শনিবার ভোরে মহাসড়কের ওই স্থানে পৌছালে তারা ছিনতাইকারীর কবলে পড়ে থাকতে পারে অথবা দুর্ঘটনাকবলিত হয়ে থাকতে পারে। সকাল সাতটার দিকে মহাসড়কের পাশে বন্যার পানিতে তাদের দুজনের লাশ স্থানীয়রা ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে। এসময় সেখান থেকে তাদের ব্যবহৃত একটি ইয়ামাহা মোটরসাইকেল, কাপড়চোপড় ও কাগজপত্রসহ একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের ধারনা দ্রুতগতির মোটরসাইকেলকে ভারী যানবাহনে চাপাদিলে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে বিদ্যুতের নীচু তার গলায় লেগে কাটা জখমের সৃষ্টি হয়ে থাকতে পারে।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) দিপু সরকার জানিয়েছেন লাশ ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করচ্ছে। অধিকতর তদন্তের পর হত্যা না দুর্ঘটনা তা বিস্তারিত জানা যাবে বলে তিনি জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গলাকাটা লাশ উদ্ধার

২৬ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ