Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নিখোঁজ কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

অভ্যন্তরীণ ডেস্ক | প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৯, ৯:৩৬ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের একদিন পর সাব্বির উদ্দিন ইকন (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে পাইন্দং ইউনিয়নের কারবালা টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইকন বিবিরহাট ধুরং এলাকার সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে ইকন টেলিভিশন মেরামত করতে বিবিরহাট আলী আকবর রোডে হাজারি সাউন্ড সিস্টেমে যায়। সন্ধ্যা ৬টায় দোকান থেকে টেলিভিশন নিয়ে বের হলেও বাড়ি আসেনি। খোঁজাখুঁজির পর সন্ধান না পেয়ে রাতে বাবা সাহাব উদ্দিন থানায় জিডি করেন।

ফটিকছড়ি থানার ওসি বাবুল আক্তার জানান, দুপুরে স্থানীয়রা কারবালা টিলায় ইকনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। কারা কি কারণে ছেলেটিকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ