Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শ্রীবরদীতে দিনমজুর হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

৩৯ জনের নামে মামলা

শেরপুর জেলা প্রতিনিধি | প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০২২, ২:২৮ পিএম

শেরপুরের শ্রীবরদীতে দিনমজুরকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব ও জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে এই মামলায় পাঁচজন গ্রেপ্তার হয়েছে।

শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিঝুড়ির পাহাড় থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জিকু মিয়াকে র‍্যাব-১৪ এবং পৌর শহরের নিউমার্কেট এলাকা থেকে রাত ১১টার দিকে জেলা ছাত্রলীগের সা‌বেক সহসভাপ‌তি মিজানুর রহমান রাজাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

র‍্যাব-১৪-এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

এলাকাবাসীর বরাতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব বিশ্বাস জানান, রাণীশিমুল ইউনিয়নের হালুয়াহাটি গ্রামে একটি জমি নিয়ে অনেক দিন ধরেই জজ মিয়া ও জিকু মিয়ার সঙ্গে মো. শেখবরের বিরোধ চলছিল। এর জেরে বুধবার সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে শেখবর ও তার লোকজনের ওপর হামলা চালায় জজ মিয়ার লোকজন। ঘটনাস্থলেই নিহত হন শেখবর। আহত হন মো. মাহফুজ ও সরাফত আলী।

ওইদিনই জজ মিয়া, জিকুর স্ত্রীসহ তিনজনকে আটক করে পুলিশ।

এরপর বৃহস্পতিবার সকালে শেখবর আলীর ছোট ভাই মো. মাহফুজ ৩৯ জনের নামে শ্রীবরদী থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয় জিকুকে। পুলিশ এ মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ