মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পুরোপুরি স্বাধীন নয়। আর এ কারণেই রুশ-ইউক্রেন আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারোভা এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন।
রুশ মুখপাত্র বলেন, ইউক্রেনের সরকার মার্কিন নির্দেশনা অনুসরণ করছে। তাই এর সিদ্ধান্তসমূহ বাস্তবসম্মত ও ইউক্রেনের জনগণের প্রতিনিধিত্বশীল হতে পারছে না। আলোচনায় অগ্রগতির পথে এটা বড় বাধা।
মুখপাত্র বলেন, ন্যাটোর সদস্যদেশগুলো বিভিন্ন পদ্ধতিতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ করে আসছে। এর মারাত্মক নেতিবাচক পরিণতি হতে পারে। পাশ্চাত্য দেশগুলোর এহেন আচরণ কেবল ইউরোপের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য হুমকিস্বরূপ।
রুশ-মার্কিন সম্পর্ক প্রসঙ্গে মুখপাত্র বলেন, রাশিয়ার বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দ্বিপাক্ষিক সম্পর্ককে বিধ্বস্ত করবে। দীর্ঘকাল ধরেই মার্কিন প্রশাসনকে পারস্পরিক সম্মানের ভিত্তিতে সংলাপে বসার আহ্বান জানিয়ে আসছে মস্কো, কিন্তু ওয়াশিংটন তাতে সাড়া দিচ্ছে না। এতে আলোচনার পক্ষ একেবারে রুদ্ধ হয়ে যেতে পারে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।