Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ইউক্রেনে অভিযান সমর্থন করেন বেশিরভাগ রুশ নাগরিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ৪:৪৫ পিএম

রাশিয়ার সরকারি জরিপ আর স্বাধীন সমাজবিজ্ঞানীরা বলছেন যে, অধিকাংশ রুশ নাগরিক ইউক্রেনে চলমান আগ্রাসন সমর্থন করেন।

গত ৫ মার্চ 'রাশিয়ান পাবলিক অপিনিয়ন রিসার্চ সেন্টার' পরিচালিত একটি জরিপের তথ্যে প্রকাশিত হয় যে ইউক্রেনে রাশিয়ার 'বিশেষ সেনা অভিযান' সমর্থন করেন ৭১% রুশ নাগরিক। সমর্থন করেন না ২১% মানুষ এবং এ সম্পর্কে জানেন না ৮% মানুষ।

যাদের ওপর জরিপ চালানো হয়েছে তাদের ৭০% মনে করেন রুশ সেনাবাহিনীর অভিযান পরিকল্পনামাফিক চলছে। একই ধরণের চিত্র উঠে এসেছে 'দ্য পাবলিক অপিনিয়ন ফান্ড'-এর জরিপে। সংস্থাটি মূলত প্রেসিডেন্সিয়াল প্রশাসনের পক্ষ হয়ে জরিপ পরিচালনা করে। ঐ সংস্থাটির জরিপে উঠে এসেছে যে ৬৫% রুশ নাগরিক ইউক্রেনে চলমান সেনা অভিযান সমর্থন করেন, ১৭% করেন না এবং ১৮% অভিযান সম্পর্কে জানেন না।

রাশিয়ার সরকারবিরোধী অ্যাক্টিভিস্ট অ্যালেক্সি মিনইয়াইলো'র স্বাধীন জরিপেও উঠে এসেছে যে সিংহভাগ রুশ নাগরিকই যুদ্ধের পক্ষে। জরিপটির শিরোনাম ছিল 'রুশরা কি যুদ্ধ চায়'। ঐ জরিপে 'হ্যাঁ' উত্তর দিয়েছেন ৫১% অংশগ্রহণকারী এবং 'না' উত্তর দিয়েছেন ২৭% উত্তরদাতা।

এই জরিপগুলোতে যুদ্ধের সমর্থনে মন্তব্য করেছেন যারা, তাদের ৭৩% রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর বিশ্বাস করেন এবং যুদ্ধের বিরোধিতা করা উত্তরদাতাদের ৮৫% সেসব সংবাদ মাধ্যমের খবর বিশ্বাস করেন না।

যেসব রুশ নাগরিক ইউক্রেনে যুদ্ধের সরাসরি বিরোধিতা করছেন তাদের অধিকাংশের বয়স ত্রিশের নিচে। তারা এখনও সেনাবাহিনীতে ডাক পাওয়ার জন্য অপেক্ষা করছে অথবা সম্প্রতি সেনাবাহিনীতে তাদের দায়িত্ব পালন সম্পন্ন করেছে। সূত্র: বিবিসি।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ২৪ মার্চ, ২০২২, ৭:৪৬ পিএম says : 0
    সুত্র বিবিসি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্ত সঠিকভাবে মূল‍্যায়ন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ