পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল ২ চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা ও ১ চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। গতকাল বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানিতে এ সুপারিশ করে বিইআরসি গঠিত কারিগরি কমিটি।
শুনানিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ২৭ টাকা ৩৭ পয়সা প্রস্তাব করা হয়। যার বর্তমান মূল্য ১২ টাকা ৬০ পয়সা। এ প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ১৮ টাকা করার সুপারিশ করেছে কারিগরি কমিটি।
অন্যদিকে মিটারবিহীন ২ চুলার জন্য মাসিক বিল ২ হাজার ১০০ টাকা ও ১ চুলার জন্য ২ হাজার টাকা প্রস্তাব করে তিতাস। এ প্রস্তাবের বিপরীতে মিটারবিহীন ১ চুলার জন্য ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা ও দুই চুলার জন্য ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা সুপারিশ করা হয়।
আবাসিক খাতে গ্যাসের মূল্য ১১৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করে দেশের গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। এর পরিপ্রেক্ষিতে ৪ দিনের গণশুনানি আহ্বান করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এসময় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লা বলেন, তিতাসের অধীন এলাকা অনেক বড়। এত বড় এলাকায় গ্যাসের পাইপলাইন পাহারা দেওয়াটা কঠিন। একদিকে আমরা অবৈধ লাইন কেটে আসি, আরেকদিকে আবার লাগিয়ে দেওয়া হয়। এক ধরনের ইঁদুর বিড়াল খেলা চলছে। এ জন্য আমরা সবার সহযোগিতা চাচ্ছি।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ বলেন, হাজার হাজার-লাখ লাখ অবৈধ লাইন। এই লাইন পাহারা দেওয়া আমাদের পক্ষে সম্ভব কিনা। একদিকে চুরি হয়ে যাচ্ছে, অন্যদিকে গ্যাসের চাহিদা আমরা পূরণ করতে পারছি না। এ জন্য এই অবৈধ সংযোগের বিষয়ে সবার সহযোগিতা চাই।
তিনি বলেন, কেউ কেউ বলে তিতাসের সবাই খারাপ। আসলে সব খারাপ না। হয়তো ১০ ভাগ খারাপ। আর সব তো ভালো। সবাই সহযোগিতা করলে কোনোকিছু অসম্ভব নয়।
হারুনুর রশীদ আরও জানান, গত ডিসেম্বর মাসে ২৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইভাবে জানুয়ারিতে ১৮ হাজার, ফেব্রুয়ারিতে ৩৩ হাজার এবং মার্চে ২৫ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। চুরি ঠেকাতে আমরা প্রিপেইড মিটার স্থাপনের কাজও করে যাচ্ছি। এদিকে বকেয়া গ্যাসের বিল পড়ে আছে, মামলার কারণে আটকে আছে আরও টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।