Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এক চুলায় ৯৯০, দুই চুলায় ১০৮০ টাকা

আবাসিকে গ্যাসের নতুন দামের প্রস্তাব অবৈধ গ্যাস সংযোগ কাটা নিয়ে ইঁদুর বিড়াল খেলা চলছে : হারুনুর রশীদ মোল্লা

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১২:১১ এএম

আবাসিক খাতে প্রাকৃতিক গ্যাসের মাসিক বিল ২ চুলার ক্ষেত্রে ১ হাজার ৮০ টাকা ও ১ চুলার ক্ষেত্রে ৯৯০ টাকা করার সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। গতকাল বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন অডিটরিয়ামে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দাম বাড়ানোর প্রস্তাবের শুনানিতে এ সুপারিশ করে বিইআরসি গঠিত কারিগরি কমিটি।
শুনানিতে তিতাস গ্যাসের পক্ষ থেকে গ্রাহক পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ২৭ টাকা ৩৭ পয়সা প্রস্তাব করা হয়। যার বর্তমান মূল্য ১২ টাকা ৬০ পয়সা। এ প্রস্তাবের বিপরীতে ভোক্তা পর্যায়ে মিটারভিত্তিক চুলার জন্য প্রতি ঘনমিটার ১৮ টাকা করার সুপারিশ করেছে কারিগরি কমিটি।

অন্যদিকে মিটারবিহীন ২ চুলার জন্য মাসিক বিল ২ হাজার ১০০ টাকা ও ১ চুলার জন্য ২ হাজার টাকা প্রস্তাব করে তিতাস। এ প্রস্তাবের বিপরীতে মিটারবিহীন ১ চুলার জন্য ৯২৫ টাকা থেকে বাড়িয়ে ৯৯০ টাকা ও দুই চুলার জন্য ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৮০ টাকা সুপারিশ করা হয়।

আবাসিক খাতে গ্যাসের মূল্য ১১৭ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করে দেশের গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানগুলো। এর পরিপ্রেক্ষিতে ৪ দিনের গণশুনানি আহ্বান করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এসময় তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লা বলেন, তিতাসের অধীন এলাকা অনেক বড়। এত বড় এলাকায় গ্যাসের পাইপলাইন পাহারা দেওয়াটা কঠিন। একদিকে আমরা অবৈধ লাইন কেটে আসি, আরেকদিকে আবার লাগিয়ে দেওয়া হয়। এক ধরনের ইঁদুর বিড়াল খেলা চলছে। এ জন্য আমরা সবার সহযোগিতা চাচ্ছি।
তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ বলেন, হাজার হাজার-লাখ লাখ অবৈধ লাইন। এই লাইন পাহারা দেওয়া আমাদের পক্ষে সম্ভব কিনা। একদিকে চুরি হয়ে যাচ্ছে, অন্যদিকে গ্যাসের চাহিদা আমরা পূরণ করতে পারছি না। এ জন্য এই অবৈধ সংযোগের বিষয়ে সবার সহযোগিতা চাই।

তিনি বলেন, কেউ কেউ বলে তিতাসের সবাই খারাপ। আসলে সব খারাপ না। হয়তো ১০ ভাগ খারাপ। আর সব তো ভালো। সবাই সহযোগিতা করলে কোনোকিছু অসম্ভব নয়।
হারুনুর রশীদ আরও জানান, গত ডিসেম্বর মাসে ২৩ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একইভাবে জানুয়ারিতে ১৮ হাজার, ফেব্রুয়ারিতে ৩৩ হাজার এবং মার্চে ২৫ হাজার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। চুরি ঠেকাতে আমরা প্রিপেইড মিটার স্থাপনের কাজও করে যাচ্ছি। এদিকে বকেয়া গ্যাসের বিল পড়ে আছে, মামলার কারণে আটকে আছে আরও টাকা।



 

Show all comments
  • Md Tipu ২৪ মার্চ, ২০২২, ৬:০৪ এএম says : 0
    এটা কিন্তু মানা যায়!! ২২০০ টাকা কোন মতে মানিয়ে নেওয়ার মত না!!!
    Total Reply(0) Reply
  • NH Hridoy ২৪ মার্চ, ২০২২, ৬:০৪ এএম says : 0
    তবুও ভালো আমরা যারা বোতল ব্যবহার করি তাদের তু এক বোতল ১৪০০/১৫ শ এর কমে নিতে পারা যাই না
    Total Reply(0) Reply
  • Mozammal Hoque ২৪ মার্চ, ২০২২, ৬:০৪ এএম says : 0
    জনগণের পিছনে নতুন নতুন করে আর কি কি বাশঁ দেওয়া যায়, একেবারে দেন। যাতে উঠতেই না পারে।
    Total Reply(0) Reply
  • Manik Sarker ২৪ মার্চ, ২০২২, ৬:০৫ এএম says : 0
    এই তো বাংলাদেশ। চুরের দল লুট করবে আর সব দায় ফালাবে সাধারণ মানুষের উপর। এটাই তো আমাদের সোনার বাংলা। সোনা তো দুরের কথা এখন তো রুপা ও খোঁজে পাওয়া দায়
    Total Reply(0) Reply
  • Mohammed Istiaque Ahmed ২৪ মার্চ, ২০২২, ৬:০৫ এএম says : 0
    এত কম করে বাড়ানোর কি দরকার, একসাথে ২০০০ টাকা করা হউক
    Total Reply(0) Reply
  • Md Tanveer ২৪ মার্চ, ২০২২, ৬:০৫ এএম says : 0
    এক চুলা ৯৯০ টাকা হলে দুই চুলা দিগুণ হওয়া দরকার।
    Total Reply(0) Reply
  • Pashi Monilal ২৪ মার্চ, ২০২২, ৬:০৫ এএম says : 0
    অবৈধ গ‍্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে পারলে দাম বৃদ্ধির প্রয়োজন হবে না।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্যাস

৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৯ জানুয়ারি, ২০২৩
১৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ