Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় প্রাণহানি ও সংক্রমণ বেড়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০২২, ১২:০৪ এএম

করোনাভাইরাসে বিশ্বে ২৪ ঘণ্টায় আরও ৪ হাজার ৮৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে ৬১ লাখ ২১ হাজার ৭৪১ জনের। এ ছাড়া নতুন করে আরও ১৬ লাখ ৭২ হাজার ৬৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ৪৭ কোটি ৪০ লাখ ৬৬ হাজার ৭৫৭ জন। বুধবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৫৩ হাজার ৭২৫ জন এবং মারা গেছেন ৩৮৪ জন। রাশিয়ায় মারা গেছেন ৪৭২ জন এবং সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৩৯৪ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৫৫২ জন এবং মারা গেছেন ৮১৭ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৮ হাজার ৩৫৭ জন এবং মারা গেছেন ৩২৪ জন। ব্রাজিলে মারা গেছেন ৪১০ জন এবং সংক্রমিত হয়েছেন ৪১ হাজার ৮৩৮ জন। তুরস্কে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৪২৬ জন এবং মারা গেছেন ৯০ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৩৬৫ জন এবং মারা গেছেন ১৯৭ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৪৬৪ জন এবং মারা গেছেন ১৭০ জন। এছাড়া ফ্রান্সে ১৩৩ জন, জাপানে ৫৭ জন, যুক্তরাজ্যে ২৫০ জন, স্পেনে ৮৬ জন, হংকংয়ে ২৪৫ জন, আর্জেন্টিনায় ৭৬ জন, ইরানে ৭৩ জন, মালয়েশিয়ায় ৭২ জন, পোল্যান্ডে ১৩৩ জন, মেক্সিকোতে ১৫ জন এবং থাইল্যান্ডে ৮৩ জন মারা গেছেন। আগেরে দিন মঙ্গলবার বিশ্বব্যাপী করোনায় ৩ হাজার ২৭৯ জনের মৃত্যু এবং ১০ লাখ ৩২ হাজার ৮২৯ জন আক্রান্ত হয়েছিলেন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। ওয়ার্ল্ডোমিটারস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ