Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইহুদীবাদী ইসরায়েলে শপিং সেন্টারে হামলায় নিহত ৪

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২২, ৯:২২ এএম

ইসরায়েলের একটি শপিং সেন্টারে হামলায় চারজন ইসরায়েলি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (২২ মার্চ) দেশটির দক্ষিণাঞ্চলে একটি শপিং সেন্টারে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইহুদি এই দেশটির পুলিশ জানিয়েছে, ইসরায়েলের বিরশেবা শহরে বিআইজি (বিগ) শপিং সেন্টারের বাইরে একজন হামলাকারী ছুরি নিয়ে অন্যদের ওপর হামলা করে এবং এতে তিনজন নিহত হয়। অন্যদিকে নিহত চতুর্থ ব্যক্তিকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে ওই একই হামলাকারী। পরে একজন বাসচালক ওই হামলাকারীকে গুলি করে হত্যা করেন।

ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা জানিয়েছে, হামলাকারী ব্যক্তি একজন ইসরায়েলি আরব। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থন করার কারণে একবার তাকে আটক করা হয়েছিল।

ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেট জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তির নাম মোহাম্মদ গালেব আহমেদ আবু আলকিয়ান। হামলাকারী এই ব্যক্তি বিরশেবা শহর থেকে প্রায় ১২ মাইল (১৯ কিলোমিটার) পূর্বে অবস্থিত বেদুইন শহর হুরার একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বলেও দাবি করেছে তারা।

বিবিসি বলছে, আইএসে যোগ দিতে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করায় আলকিয়ানকে ২০১৫ সালে গ্রেপ্তার করা হয়েছিল। পরে বিচারে তিনি দোষী সাব্যস্ত হন এবং ২০১৯ সালে কারাগার থেকে মুক্তি পান।

এদিকে সর্বশেষ এই হামলায় বেশ কয়েকজন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।



 

Show all comments
  • Rezaul Karim ২৩ মার্চ, ২০২২, ১১:৩০ এএম says : 0
    সকল গুপ্ত হামলার নিন্দা জানাই
    Total Reply(0) Reply
  • কাওসার ২৩ মার্চ, ২০২২, ১১:৩১ এএম says : 0
    ইসলাম কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না
    Total Reply(0) Reply
  • Mohammad Alauddin ২৩ মার্চ, ২০২২, ১১:৩২ এএম says : 0
    গাজায় আগ্রাসন চালানোর অজুহাত পেয়েছে
    Total Reply(0) Reply
  • Bulbul Ahmed ২৩ মার্চ, ২০২২, ১১:৩৩ এএম says : 0
    আই এস তো তোরাই।
    Total Reply(0) Reply
  • Mustakim Rahman Mim ২৩ মার্চ, ২০২২, ৯:২২ পিএম says : 0
    হামলাকারীকে হত্যা করায় তিব্র নিন্দা জানাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসরায়েল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ