Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’ধরনের করোনা একসাথে শরীরে প্রবেশ করতে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১২:০৫ এএম

একটি করোনাতে রক্ষা নেই, তার সঙ্গে এবার যোগ দিচ্ছে অন্য একটি রূপ। হালে অনেকের ক্ষেত্রেই এমন ঘটনা দেখা গিয়েছে। একসঙ্গে ডেল্টা এবং ওমিক্রনে আক্রান্ত হয়েছেন তারা। এটি কতটা ভয়ের? সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মেনে নেওয়া হয়েছে এই কথা। সংস্থার অন্যতম প্রধান মারিয়া ভ্যান কেরকোভ বলেছেন, করোনাভাইরাস নিজের রূপ বারবার বদলেছে। ফলে সে যে ভবিষ্যতে আরও বদলাবে না, বা চরিত্রগত পরিবর্তন আনবে না— তেমন কথা বলা যাবে না। এর আগেও এ ধরনের সংক্রমণের কথা বলা হয়েছিল। যদিও তখন এর সপক্ষে নির্দিষ্ট প্রমাণ পাওয়া যানি। এবার পরিস্থিতি আলাদা। করোনার দুই রূপ ডেল্টা এবং ওমিক্রন একসঙ্গে মানুষের দেহে সংক্রমণ ঘটাচ্ছে- তার প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, করোনার দু’টি রূপ একসঙ্গে সংক্রমণ ঘটাচ্ছে, তার প্রচুর প্রমাণ পাওয়া গিয়েছে। ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। তার বক্তব্য, এই পরিস্থিতির বিষয়ে আগে থেকেই সচেতন ছিল হু। এমন ঘটনা যে ঘটতে পারে, তার পূর্বাভাস ছিল। বিজ্ঞানীর কথায়, এটিকে এখনই খুব বেশি উদ্বেগের বলা যাচ্ছে না। তার কারণ এখনও খুব বেশি মানুষের মধ্যে এই সংক্রমণ দেখা যায়নি। ইউরোপ এবং আমেরিকা মিলিয়ে ১৭ জনের মধ্যে এই সংক্রমণ পাওয়া গিয়েছে। তাঁদের উপর কড়া নজর রাখা হচ্ছে। আরও বেশি মানুষ এক সঙ্গে ডেল্টা এবং ওমিক্রনে আক্রান্ত হলে বোঝা যাবে, এটি কতটা ভয়ের। হিন্দুস্থান টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ