মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নভেল করোনাভাইরাস-সংক্রান্ত বিধিনিষেধ শিথিল হওয়ার পর পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া। আগামী ১ এপ্রিল থেকে পুরোপুরি উন্মুক্ত করে দেয়া হচ্ছে দেশটির সীমান্ত। পাশাপাশি পর্যটকদের জন্য ডিজিটাল ট্রাভেলার্স কার্ড চালুর ঘোষণাও দেয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব ৮ মার্চ পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেয়ার সিদ্ধান্তের কথা জানান। মালয়েশিয়ার স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন বলেন, দীর্ঘসময় পর মালয়েশিয়ায় বেড়াতে এসে পর্যটকরা যেন নিরাপদ ও ঝঞ্ঝাটবিহীন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ফিরতে পারেন সেজন্য পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করবেন তারা। পর্যটকদের জন্য এটি হবে উড্ডয়ন-পূর্ববর্তী শর্ত। যারা মালয়েশিয়া ভ্রমণের আগ্রহ প্রকাশ করবেন তাদের মাইসেজাহতেরা অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর সেই অ্যাপে তাদের কভিড পরীক্ষার ফলাফল পূরণ করতে হবে। মন্ত্রী জানান, ফরম পূরণের পর পর্যটকদের জন্য ওই অ্যাপে একটি কার্ড তৈরি হবে। সেটি প্রদর্শনের মাধ্যমেই তারা উড়োজাহাজে ওঠার অনুমতি পাবেন। বিমানবন্দরে কর্তৃপক্ষ যখন চাইবে তখনই কার্ডটি প্রদর্শন করতে হবে। এরই মধ্যে পর্যটকদের সাদরে গ্রহণের বিষয়ে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে কিনা তা দেখতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন দেশটির পরিবহনমন্ত্রী উই কা সিওং এবং স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন। এপ্রিল থেকে মালয়েশিয়ায় প্রবেশের ক্ষেত্রে কভিড প্রতিরোধী পূর্ণাঙ্গ ডোজ টিকা গ্রহণ করা বিদেশী বা মালয়েশিয়ান নাগরিক কারো জন্যই কোয়ারেন্টিন নীতিমালা মানতে হবে না। তবে তাদের অবশ্যই মালয়েশিয়ার জন্য দেশত্যাগের দুদিনের মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা করাতে হবে। স্ট্রেইটটাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।