Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বিজ্ঞানীসহ নিহত ৩

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২২, ২:৪০ পিএম

গাজীপুরে ট্রেনের ধাক্কায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের এক উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তাসহ তিনজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। জয়দেবপুর জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. শহীদুল্যাহ জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে মোটর বাইক নিয়ে গাজীপুর মহানগরের ভাগলবাড়ি রেলক্রসিং পার হওয়ার সময়ে ঢাকা থেকে টাঙ্গাইলগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) এক বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। নিহত বিজ্ঞানী ড. আরিফুর রহমান (৪৫)-এর গ্রামের বাড়ি পাবনার ঈশ^রদী থানার অরুন খোলা এলাকায়।

 

বারি’র প্রটোকল অফিসার মো. আলামিন জানান, নিহত আরিফুর রহমান উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন। তিনি সাতক্ষীরার বেনেরপাড়া এলাকায় বারি’র কৃষি গবেষনা কেন্দ্রের ইনচার্জ ছিলেন। তিনি রোববারই সাতক্ষীরা থেকে গাজীপুরে আসেন এবং অফিসের কাজে মোটরবাইক নিয়ে স্থানীয় প্রেসে যাচ্ছিলেন।

 

অপরদিকে গাজীপুরের শ্রীপুরের বরমী কাশিজুলি এলাকায় সোমবার সকাল ৬টার রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মারা গেছেন। নিহত আম্বিয়া (৫১), শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের হিলুপাড়া গ্রামের মোতালেব এর স্ত্রী। শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কাশিজুলি এলাকায় মেয়ের জামাই বাড়িতে যাওয়ার সময় তিনি ওই দূর্ঘটনায় পতিত হন।

 

টঙ্গী জংশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ জানান, টঙ্গীর বনমালা এলাকায় রোববার সকালে রেল লাইন অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনের ইঞ্জিনের সঙ্গে এক নারী (৪৫) ধাক্কা খেয়ে মাথায় গুরুতর জখম হন এবং ঘটনাস্থলে মারা যান। পওে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত

২৯ ডিসেম্বর, ২০২২
২২ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ