Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০২২, ১২:১৩ এএম


উষ্ণতায় কমতি নেই
ইনকিলাব ডেস্ক : পৃথিবীতে পরস্পরের দিকে অভিযোগের আঙুল তাক করা। তবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) সীমাবদ্ধ পরিসরে ঘনিষ্ঠভাবেই একসাথে কাজ করছে। রাশিয়ার তিন মহাকাশচারী কমান্ডার ওলেগ আর্তেমিয়েভ, ডেনিস মাতভিভ এবং সের্গেই করসাকভ সাড়ে ছয় মাসের মিশনে শুক্রবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নিরাপদে যুক্ত হয়েছেন। আইএসএস যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং অন্যান্য মহাকাশ গবেষণায় যুক্ত দেশের ২৩ বছর ধরে চলা যৌথ উদ্যোগ। এটি পৃথিবীর কক্ষপথে থেকে মহাকাশে বিভিন্ন গবেষণা করে যাচ্ছে। চারজন মার্কিন, আরো দুই রুশ এবং একজন জার্মানকে নিয়ে গঠিত মহাকাশ অভিযাত্রীদল নতুন তিনজনকে স্টেশনে উষ্ণ অভিবাদন জানায়। বিবিসি।

আজভ সাগরে
ইনকিলাব ডেস্ক : আজভ সাগরের উপকূলবর্তী শহর মারিওপল এখন রুশ বাহিনীর দখলে। যার কারণে সাগরে প্রবেশাধিকার হারিয়েছে ইউক্রেন। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, এই পরিস্থিতি সাময়িক। দোনেতস্ক অপারেশনাল ডিস্ট্রিক্টে আংশিকভাবে সফল হয়েছে দখলদার বাহিনী। সাময়িকভাবে আজভ সাগরে প্রবেশাধিকার হারিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এক বিবৃতিতে একই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মারিওপল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে ইউক্রেনীয় বাহিনী। বিবিসি।

নরওয়ের ঘোষণা
ইনকিলাব ডেস্ক : ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের কারণে প্রাণ বাঁচাতে প্রতিদিনই দেশ ছেড়ে পালাচ্ছে বহু মানুষ। প্রায় ৩৩ লাখ ইউক্রেনীয় ইতোমধ্যে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। যাদের বেশিরভাগই অবস্থান করছেন ইউরোপের বিভিন্ন দেশে। এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন ছেড়ে আসা শরণার্থীদের মধ্যে ১ লাখ মানুষকে আশ্রয় দেওয়ার ঘোষণা দিয়েছে নরওয়ে। দেশটির প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের শুক্রবার নরওয়েজিয়ান পার্লামেন্টে এ কথা বলেছেন। জোনাস গাহর বলেন, লক্ষাধিক ইউক্রেনীয় শরণার্থীকে আশ্রয় দেওয়ার জন্যই প্রস্তুত হচ্ছে নরওয়ে। রয়টার্স।

সম্ভাবনা বাতিল
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের সিন্ধু প্রদেশে গভর্নরের শাসন জারির সম্ভাবনা বাতিল করে দিয়েছে দেশটির সরকার। এছাড়া শনিবার পিটিআই-এর রাজনৈতিক কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। এতে দেশের দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করা হবে এবং দলত্যাগীদের ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ খবর দিয়েছে ডন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে থাকা জানিয়েছে, শুক্রবার পিটিআই পার্লামেন্টারি কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ সিন্ধু প্রদেশে গভর্নরের শাসন জারি নিয়ে একটি সারাংশ তুলে ধরেন। বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

২৮ অক্টোবর, ২০২২
২৭ অক্টোবর, ২০২২
১৮ অক্টোবর, ২০২২
১৬ অক্টোবর, ২০২২
১৩ অক্টোবর, ২০২২
১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
২৫ সেপ্টেম্বর, ২০২২
২০ সেপ্টেম্বর, ২০২২
১৮ সেপ্টেম্বর, ২০২২
১৩ সেপ্টেম্বর, ২০২২
১২ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ