Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ান গ্যাস-তেল বর্জন ‘জার্মানিতে ব্যাপক দারিদ্র্যের কারণ হতে পারে’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ মার্চ, ২০২২, ১:০৭ এএম

জার্মানি সতর্ক করেছে যে, রাশিয়ান গ্যাস এবং তেল সরবরাহ অবিলম্বে বর্জন করা ভøাদিমির পুতিনের চেয়ে ব্যাপক বেকারত্ব এবং দারিদ্র্য নিয়ে এসে তার নিজস্ব জনসংখ্যাকে বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে।
রোববার অর্থনৈতিক ও জ্বালানি মন্ত্রী রবার্ট হ্যাবেক পাবলিক ব্রডকাস্টার এআরডিকে বলেছেন, ‘যদি আমরা অবিলম্বে একটি সুইচ ফ্লিপ করি তবে সরবরাহের ঘাটতি দেখা দেবে, এমনকি জার্মানিতে সরবরাহ বন্ধ হয়ে যাবে, কারণ ইউরোপের বৃহত্তম অর্থনীতি মধ্যমেয়াদে তার জ্বালানি সরবরাহকে বৈচিত্র্যময় করার জন্য তীব্রভাবে অনুসন্ধান করছে।
গ্রিন পার্টির রাজনীতিবিদ ভবিষ্যদ্বাণী করেন যে, যদি তার দেশ রাশিয়ার তেল ও গ্যাস ব্যবহার বন্ধ করে দেয় তাহলে ‘বৃহৎ বেকারত্ব, দারিদ্র্য দেখা দেবে, মানুষ তাদের ঘর গরম করতে পারবে না’।
অন্যান্য পশ্চিমা অর্থনীতিগুলো জার্মানির মতো রাশিয়ান জ্বালানির ওপর নির্ভরশীল: দেশটিতে ব্যবহৃত ৫৫ শতাংশ প্রাকৃতিক গ্যাস, ৫২ শতাংশ কয়লা এবং ৩৪ শতাংশ খনিজ তেল রাশিয়া থেকে আসে, যার জন্য এটি প্রতিদিন কয়েক হাজার ইউরো প্রদান করে।
হ্যাবেক বলেন যে, তার সরকার গ্রীষ্মের মধ্যে জার্মানি রাশিয়ান কয়লা ছেড়ে দেওয়ার এবং বছরের শেষ নাগাদ রাশিয়ান তেল পর্যায়ক্রমে বন্ধ করার অবস্থানে থাকবে তা নিশ্চিত করার জন্য কঠোর পরিশ্রম করছে, তবে রাশিয়ান গ্যাসের ওপর স্বল্পমেয়াদী নিষেধাজ্ঞা তারা ছেড়ে দিতে পারে।
‘কয়লা, তেল এবং এমনকি গ্যাস দিয়ে আমরা নিজেদের স্বাধীন করার প্রক্রিয়ায় ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি’, গ্রিন পার্টির সাবেক সহ-নেতা বলেছেন। ‘কিন্তু আমরা তা এক মুহ‚র্তের মধ্যে করতে পারি না। এটি তিক্ত এবং এটি নৈতিকভাবে স্বীকার করা ভাল জিনিস নয়, তবে আমরা এখনও এটি করতে পারি না’।
মার্কিন যুক্তরাষ্ট্র, যেটি ২০২১ সালে রাশিয়া থেকে তার অপরিশোধিত তেলের চাহিদার প্রায় ৮ শতাংশ আমদানি করেছিল, গত সপ্তাহে তাৎক্ষণিকভাবে রাশিয়ান তেলের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা করে, আর যুক্তরাজ্য ঘোষণা করে যে, তারা বছরের শেষ নাগাদ রাশিয়ান তেল আমদানি বন্ধ করে দেবে।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে জার্মান চ্যান্সেলর, ওলাফ শুলৎজ, ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র সরবরাহে সম্মতি প্রদান করে, সুইফট পেমেন্ট সিস্টেম থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করতে সমর্থন করে বেশ কয়েকটি বৈদেশিক নীতির রেড লাইন চালু করেছেন। বাল্টিক সাগরের নীচে নর্ড স্ট্রিম ২ পাইপলাইন সম্পূর্ণ হয়েছে, কিন্তু এখনও কার্যকর নয়।
কিন্তু মধ্য-বাম নেতা বলেছেন যে, রাশিয়ান জ্বালানি নিষিদ্ধ করার ক্ষেত্রে তার হাত বাঁধা। ‘বর্তমানে তাপ উৎপন্ন করার জন্য, গতিশীলতার জন্য, বিদ্যুৎ সরবরাহের জন্য এবং শিল্পের জন্য ইউরোপের সরবরাহকে জ্বালানি দিয়ে সুরক্ষিত করার অন্য কোন উপায় নেই’, শুলৎজ গত সপ্তাহে বলেছিলেন।
বিভিন্ন থিঙ্কট্যাঙ্ক এবং অর্থনৈতিক প্রতিষ্ঠানের ভবিষ্যদ্বাণীর ওপর নির্ভর করে রাশিয়ান গ্যাস সরবরাহ অবিলম্বে বন্ধ করা জার্মানির জিডিপিকে ০.১ বা ৫.২ শতাংশ পয়েন্টের মতো কমিয়ে দিতে পারে।
একটি খোলা চিঠিতে, বেশ কয়েকজন বিশিষ্ট জার্মান বিজ্ঞানী, লেখক এবং কর্মী সরকারকে রাশিয়ান জ্বালানি থেকে নিজেকে আলগা করার সাহসী পদক্ষেপ নেওয়ার আহŸান জানিয়েছেন। প্রাক্তন চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের খ্রিস্টান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি নর্ড স্ট্রিম ১ পাইপলাইন বন্ধ করার প্রস্তাব করেছে, আর অন্যান্য রুটের মাধ্যমে গ্যাস আমদানির অনুমতি দিয়েছে।
জার্মানির বাম-উদারপন্থী সরকার ইতোমধ্যে তার গ্যাস রিজার্ভগুলো পূরণ করার জন্য সময় কেনার চেষ্টা করছে, যেগুলো গত বছর রাশিয়ান জ্বালানি সংস্থাগুলির দ্বারা কম সরবরাহ করা হয়েছিল এবং শীতের শেষে বেশিরভাগই হ্রাস পেয়েছে।
জ্বালানির বিকল্প উৎসের অনুসন্ধানে স্বল্পমেয়াদী সমাধানও পাওয়া কঠিন। নতুন বায়ু এবং সৌর খামারগুলোকে অনুমোদিত করার প্রক্রিয়াটিকে সরলীকরণ করা ‘ট্রাফিক লাইট’ সরকারের জোট চুক্তির অন্যতম প্রতিশ্রæতি ছিল, তবে একা নির্মাণে সময় লাগবে।
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) জন্য বন্দর টার্মিনাল তৈরি করা, যেমনটি জার্মানি এখন ব্রæনসবুটেল ও উইলহেলমশেভেন শহরে করার প্রতিশ্রæতি দিয়েছে, সাধারণত কমপক্ষে পাঁচ বছর সময় লাগে।
জ্বালানি বিশেষজ্ঞ ক্লডিয়া কেমফার্ট এআরডিকে বলেছেন, ‘করতে পারি না একটি অত্যন্ত সমস্যাযুক্ত বিবৃতি’। ‘কারণ আমরা যে সম্ভাব্য চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি তা হল যে, আমাদের করার বিকল্প নেই’। সূত্র : দ্য গার্ডিয়ান।



 

Show all comments
  • Mahamuda Poly ১৮ মার্চ, ২০২২, ৬:১০ এএম says : 0
    ইউক্রেন ও রাশিয়া যুদ্ধে বিশ্বের সব মানুষই অবগত। এবং এ যুদ্ধ বন্ধের জন্য বিশ্বের বড় বড় সংগঠন, বড় বড় দেশ, ব্যক্তি, প্রতিষ্ঠান একের পর এক তাদের বক্তব্য পেশ করছে। বাট দু:খের বিষয় হলো অতীত দেখলে বোঝা যায় যখন আমার মুসলিম ভাই ও বোনেরা, সিরিয়া, আফগান, ইরাকের নিরহ ছোট ছোট শিশুদের হত্যা করা হয়। তখন কোন দেশ, কোন ব্যক্তি কোন কথা বলে না। এমনকি কোন মিডিয়া কোন কথা বলে না।
    Total Reply(0) Reply
  • Sabbir Ahmed ১৮ মার্চ, ২০২২, ৬:১০ এএম says : 0
    ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র বাণিজ্য বিভাগের প্রধান ভ্যালডিস ডোমব্রোস্কিস সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে ইউরোপের অর্থনৈতিক প্রবৃদ্ধি ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হবে। তিনি বলেন, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা কারণে উচ্চ মূল্যস্ফীতি হবে, জ্বালানি ও খাদ্যের দামের উপর চাপ বাড়বে, বাজারে অস্থিরতা দেখা দেবে এবং সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটবে।
    Total Reply(0) Reply
  • Ghum Kutum ১৮ মার্চ, ২০২২, ৬:১০ এএম says : 0
    জেলেনস্কির নির্বুদ্ধিতা ইউক্রেন আগ্নেয়গিরির কিনারে পৌঁছে গেছে। তিন নেতার সাথে বৈঠক শেষে জেলেনস্কি ভুল সিদ্ধান্ত নিলে ইউক্রেন নরকে পরিনত হবে।
    Total Reply(0) Reply
  • Enjoy Clear Communications ১৮ মার্চ, ২০২২, ৬:১১ এএম says : 0
    রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমি ব্যক্তিগতভাবে কারোর পক্ষে নই। পক্ষপাতী হওয়া উচিতও নয়। দুটো গ্রুপই ফ্যাসিস্ট। তবে বর্তমান ফ্যাসিস্ট বিশ্বমোড়ল আমেরিকা এবং দুনিয়াব্যাপী মুসলিম নিধনযজ্ঞে জড়িত ন্যাটোর নিশ্চিত পরাজয় দেখার জন্য গ্যালারিতে বসে অপেক্ষা করছিলাম। সেই অপেক্ষার পালা শেষ হচ্ছে সম্ভবত।
    Total Reply(0) Reply
  • Anwar Milon ১৮ মার্চ, ২০২২, ৬:১১ এএম says : 0
    Western brainwashed! পশ্চিমা বিশ্ব চীন-রাশিয়া তে ভীত হয়ে পড়ছে ৷ রাশিয়া তো যুদ্ধে জিতেই আছে ৷ অচিরেই সোভিয়েত রাশিয়া আত্মপ্রকাশ পাবে! সেজন্য রাশিয়ার বিরুদ্ধে চীন কে ব্যবহার করতে চাইছে ৷
    Total Reply(0) Reply
  • shahanshaa ১৯ মার্চ, ২০২২, ৬:২৮ এএম says : 0
    এখন জনগণ পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র মানুষ বিশ্বাস করে না যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের যত তাড়াতাড়ি পতন হবে ততোই বিশ্ববাসীর জন্য মঙ্গল রাজ করেছে মানবাধিকার এর নাম করে জাতিসংঘকে ব্যবহার করে ইরাক সিরিয়া আগুনের উপর বোমা বর্ষণ করেছে তখন কোথায় ছিল আপনাদের।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ