বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল উদ্ধার করেছে র্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করটিয়া এলাকার একটি টিনের গুদাম ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় চাল ব্যবসায়ী শরৎ চন্দ্র সূত্রধরকে। সে কলপজ পাড়া এলাকার সুবল সূত্রধরের ছেলে।
র্যাব-১২ সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো.এরশাদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় শরৎ চন্দ্র সূত্রধরের টিনের গুদাম ঘর থেকে অবৈধভাবে মজুদ রাখা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির ৬৬৩ বস্তা চাল ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক করা হয় শরৎচন্দ্রকে। সে দীর্ঘদিন ধরে এসব চাল বেশি মুনাফার আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে আসছে। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।