বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ সদস্য ও যুবলীগ-ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে আধুনিক সদর হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। এতে ২ জন পুলিশ ও ৪ জন ছাত্রলীগ ও যুবলীগ কর্মী আহত হয়েছেন। এরই মধ্যে হাসিবুল ও সেলিম নামে দুই কনস্টেবলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নাদিম, জনি, সাগর ও জাকির নামে ৪ যুবলীগ-ছাত্রলীগ কর্মীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোর সদর হাসপাতালের সামনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী অনুষ্ঠান শেষে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় সিভিলে থাকা ২ কনস্টেবলের মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ যুবলীগ কর্মীদের সঙ্গে ওই পুলিশ কনস্টেবলের কথা কাটাকাটি হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। সংঘর্ষে দুই পুলিশ কনস্টেবল ও ৪ জন ছাত্রলীগ যুবলীগ কর্মী আহত হয়। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, আহতদের মধ্যে দুই কনস্টেবলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।