মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনে অভিয়ানের পর রাশিয়া থেকে তেল আমাদনির উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সে কারণে বিকল্প তেল অনুসন্ধানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন।
বিশ্বব্যাপী তেলের বাজার নিয়ন্ত্রনে সউদী আরব ও সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাশিয়ার তেলের উপর নির্ভরশীলতা থেকে পশ্চিমকে মুক্ত করার চেষ্টার অংশ হিসেবে অলোচনার জন্য জনসন বুধবার আবুধাবিতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ এবং রিয়াদে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এবার সউদী আরবে বরিস জনসনের সফরটি বেশ গুরুত্বপূর্ণ। কারণ, মস্কোর সঙ্গে উত্তেজনার কারণে তেল সরবরাহ নিয়ে সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাপ করবেন বরিস। এর আগে পশ্চিমাদেরকে রাশিয়ার ওপর জ্বালানির নির্ভরতা শেষ করতে জোর আহ্বান জানান তিনি। ডেইলি টেলিগ্রাফে প্রধানমন্ত্রী বরিসন লিখেন, 'আমরা এভাবে চলতে পারি না। বিশ্ব প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের অধীন হতে পারে না। যতদিন পশ্চিমারা অর্থনৈতিকভাবে পুতিনের ওপর নির্ভরশীল থাকবে, তিনি ততক্ষণ সেই জায়াগটা যথাযথ কাজে লাগানোর চেষ্টা চালাবেন'।
জনসন আরও বলেন, ২০১৪ সালে রাশিয়াকে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে অধিগ্রহণের অনুমতি দিয়ে ভয়াবহ ভুল করেছেন পশ্চিমা নেতারা। তবে এবার ইউক্রেনে হামলার জেরে পুতিনকে চাপে ফেলতে পশ্চিমা বিশ্ব একজোট হয়ে নিষেধাজ্ঞা আরোপ করছে। পাল্টা ব্যবস্থা হিসেবে পুতিনও বাইডেনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
শনিবার সউদীতে ৮১ জনের গণ মৃত্যুদন্ড কার্যকর করার জন্য মানবাধিকার সংগঠনগুলোর ক্ষোভের পর জনসনের এই সফর নিয়ে বিতর্ক চলছে। সালমানের বিরুদ্ধে সাংবাদিক জামাল খাসগি হত্যার মূল পরিকল্পনার অভিযোগ রয়েছে, ২০১৮ সালে ইস্তান্বুলের সউদী কনস্যুলেটে খাসগিকে হত্যার জন্য রিয়াদ সমালেচিত হচ্ছে।
জনসনের মুখপাত্র জোর দিয়ে বলেছেন, জনসন মানবাধিকার এবং মৃত্যুদন্ডের বিষয়ে উদ্বেগের কথা উত্থাপন করবেন এবং ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দা জানাতে বিন সালমানকে বলবেন। সউদী আরব এবং সংযুক্ত আরব আমিরাত উভয়ই এখন পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে তাদের অবস্থানের বিষয় স্পস্ট করেনি। সূত্র: ওয়াল স্ট্রীট জার্নাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।