Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগেরহাটে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনজীবী গ্রেফতার

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ৩:১৪ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় গোলাম কিবরিয়া তারিক তালুকদার নামে এক আইনজিবীকে গ্রেফতার করেছে পুলিশ। মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাসের দায়েরকৃত মামলায় মঙ্গলবার রাতে মোরেলগঞ্জ বাজার থেকে থানা পুলিশ তাকে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আইনজীবী গোলাম কিবরিয়া তারিক তালুকদার ওই কলেজের প্রতিষ্ঠাতা মরহুম ডা. আ. খালেক তালুকদারের ছেলে এবং মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা।
মামলার বাদী মোরেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস জানান, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া তারিক সোস্যাল মিডিয়ায় আমি, পরিবার ও কলেজের শিক্ষক-কর্মচারীদের নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ষ্ট্যাষ্টাস দিয়ে আসছে। এতে করে শিক্ষক ও তাদের পরিবারসহ কলেজের সুনাম ক্ষুন্ন হচ্ছে। ফেসবুকে লাগাতর কুরুচিপূণ-অশ্লীল এবং মানহানীকর ষ্ট্যাষ্টাস দেয়ার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। কলেজ পরিচালনা পরিষদসহ শিক্ষক পরিষদের সিদ্ধান্তে এ জন্য অমি গত ১৫ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করি।
মোরেলগঞ্জ থানার এসআই শুভঙ্কর রায় জানান, মারেলগঞ্জ সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ প্রফেসর নীতিশ বিশ্বাস বাদী হয়ে আইনজীবী গোলাম কিবরিয়া তারিক তালুকদারকে আসামি করে মঙ্গলবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ রাতে মোরেলগঞ্জ পৌর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ