বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী জেলার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে মাদক ব্যবসায়ী দুই গ্রুপের সংঘর্ষে শাহবাজ আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহবাজ আলী তাঁতারপুর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে।
স্থানীয়রা জানান, শলুয়া ইউনিয়নের তাঁতারপুর গ্রামের ইউপি সদস্য সাহাবুর আলী ও কালাম আলী নামে দুই মাদক ব্যবসায়ী গ্রুপের সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন থেকে দ্বন্দ চলে আসছিল। সেই জেরে মঙ্গলবার সকাল থেকেও কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রুপ।
সন্ধ্যা থেকে শাহবাজ আলীসহ ইউপি সদস্য সাহাবুরের আরও কয়েকজন সমর্থক তাঁতারপুর আক্কাসের মোড়ে অবস্থান করছিল। এমন সময় মোটরসাইকেলে হেলমেট পরিহিত প্রায় ২০ জনের একটি দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। কয়েকজন পালিয়ে গেলেও শাহবাজ আলীকে প্রকাশ্যে কোপানো হয়। সেখান তাকে উদ্বার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, দুই গ্রুপের দ্বন্দে একজন খুন হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের কার্যক্রম চলমান আছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।