Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পার্কে ঘুরতে গিয়ে চুরি গেল পা! খুঁজে দিলে নগদ পুরস্কার

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০২২, ১১:৫২ এএম

গোঁফ চুরি নিয়ে সুকুমার রায়ের কবিতার কথা অনেকেই জানেন। কিন্তু কখনও শুনেছেন পা-ও চুরি হয়ে যায়? গোঁফ চুরির বিষয়টি মজাচ্ছলে লেখা হলেও, পা চুরির বিষয়টি কিন্তু বাস্তবেই ঘটেছে। ঘটনাটি লন্ডনের।

জানা গেছে, পার্কে ঘুরতে গিয়েছিলেন পশ্চিম সাসেক্সের এক ব্যক্তি। কিন্তু সেখানে গিয়ে মহা বিড়ম্বনায় পড়েন তিনি। পার্কে কৃত্রিম পা খুলে রাখতেই তা নাকি গায়েব হয়ে যায়। পা-হারা হয়ে তিনি মহা বিপদে পড়েন। শেষমেশ সেই পা ফেরত দেওয়ার জন্য পোস্টার দিয়ে আবেদনও জানিয়েছেন ওই ব্যক্তি।

পার্কে টাঙানো একটি পোস্টার। তাতে লেখা রয়েছে— ‘লস্ট, হ্যাভ ইউ সিন মাই লেগ?’ এই পোস্টার দেওয়ার পাশাপাশি ওই ব্যক্তি ঘোষণা করেছেন, যে ব্যক্তি এই পা খুঁজে পারবেন, তাকে নগদ পুরস্কার দেওয়া হবে।

ওই ব্যক্তির নিখোঁজ পোস্টার নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই নানা রকম প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। কেউ রসিকতা করে বলেছেন, ‘কৃত্রিম পা খুলে নেওয়া হল, আর তিনি টেরই পেলেন না?’ আবার কেউ বলেছেন, ‘এটা প্রচারে থাকার একটা কৌশল মাত্র।’ সূত্র: ডেইলি স্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুরস্কার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ