প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নতুন একটি নাটকের গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘মরণের পরে’ নাটকের টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। সোমবার (১৪ মার্চ) রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
‘মরণের পরে’ শিরোনামের গানটি গেয়ে সালমা বেশ তৃপ্ত। তার অনুভূতিতে, ‘গানটি আমার নিজেরই খুব ভালো লেগেছে। এককথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এর রেশ শ্রোতাদের মনে অনেক বছর ধরে থেকে যাবে বলে আমার বিশ্বাস।’
সালমা বলেন, ‘সত্যি বলতে, আমার গাওয়া গান বিভিন্ন নাটকে যুক্ত করা হয়। কিন্তু সেগুলো হয়তো সংশ্লিষ্ট নাটকের জন্য তৈরি হয়নি। এ কারণে গল্পের সঙ্গে পুরোপুরি মানানসই লাগে না কিংবা আমার গায়কীতে গল্পের প্রয়োজন অনুযায়ী যথাযথভাবে হয়তো আবেগটা ফুটে ওঠে না। রাজ ভাই আমার কথা ভেবেই গানটি সাজিয়েছেন। পুরো বিষয়টি অনুভব করে দরদ দিয়ে গেয়েছি।’
গানটির ব্যাপারে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘গল্পের ধরন অনুযায়ী গীতিকবি জনি হক গানটি লিখেছেন এবং নাভেদ পারভেজ সুর করেছেন। শুরু থেকেই আমাদের ভাবনায় ছিল, এই গানে সালমার কণ্ঠ জুতসই লাগবে। লোকজ আঙ্গিকের গানে তার গায়কী সর্বজনস্বীকৃত। নতুন গানটি তিনি দারুণ গেয়েছেন। আমি মুগ্ধ। শ্রোতারা গানটি পছন্দ করলে আমাদের প্রয়াস সফল হবে।’
সম্প্রতি ঢাকার একটি বস্তিতে ‘মরণের পরে’ নাটকটির শুটিং হয়েছে। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। এছাড়া থাকছেন মনিরা মিঠু ও তানজিম হাসান অনিক। শিগগিরই সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মরণের পরে’। এরপর ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে আসবে গানটির ভিডিও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।