Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাধ্যতামূলক মাস্কনীতি বাতিল করল মস্কো

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২২, ১১:৩৭ এএম

ইউক্রেনে সামরিক অভিযানের জেরে পশ্চিমা দেশগুলোর জারি করা একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতি চাঙা করতে বাধ্যতামূলক মাস্কনীতি বাতিল করেছে রাশিয়ার রাজধানী মস্কোর প্রশাসন।

এছাড়া মস্কোর অফিস-আদালত, শপিংমল ও বিভিন্ন কর্মক্ষেত্রে বাধ্যতামূলক তাপমাত্রা পরীক্ষা, কর্মক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা, ইত্যাদি বিধিও শিথিল করা হয়েছে।

সোমবার এক ব্লগে এই নির্দেশনা জারি করেছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। সেখানে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এই সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় ছিলাম। তবে এখন এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজধানীর করোনা পরিস্থিতির ধারাবাহিক উন্নতি আমাদেরকে অনুপ্রাণীত করেছে। তাছাড়া, একের পর এক নিষেধাজ্ঞায় জর্জরিত অর্থনীতির পুনর্গঠনের জন্যও এখন বাধ্যতামূলক মাস্কনীতি ও অন্যান্য করোনাবিধি শিথিল করা প্রয়োজন বলে মনে করছে প্রশাসন।’

মস্কোর স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৯৫৭ জন, এ রোগে মারা গেছেন ৪৪ জন এবং করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ হাজার ৬১ জন।

মস্কো নগর প্রশাসনের উপ প্রধান আনাসতাসিয়া রাকোভা জানিয়েছেন গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে মস্কোতে করোনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির হার হ্রাস পেয়েছে ৪০ শতাংশ। সূত্র: রিয়া নভোস্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ