Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলিটোপোলে নতুন মেয়র নিয়োগ রাশিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০২২, ১২:০৮ এএম

গত ২৬ ফেব্রুয়ারি ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মেলিটোপোল দখলে নেয় রাশিয়া। মেলিটোপোল শহরের নির্বাচিত মেয়রকে গত শুক্রবার আটক করা হয়। সেখানে নতুন মেয়র নিয়োগ দেওয়া হয়েছে। জারোপিরিঝিয়া আঞ্চলিক প্রশাসনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মেলিটোপোলের নির্বাচিত মেয়র ইভান ফেডোরভকে গত শুক্রবার আটক করে রাশিয়া। তার পরিবর্তে সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি গ্যালিনা ড্যানিলচেঙ্কোকে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব নিয়ে নতুন মেয়র গ্যালিনা ড্যানিলচেঙ্কো বলেছেন, ‘এখন প্রধান কাজ হলো শহরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা।’ মেয়র গ্যালিনা ড্যানিলচেঙ্কো আরও বলেন, ‘সম্মানিত জনপ্রতিনিধিগণ, আমরা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছি। সর্বোপরি আমাদের কর্তব্য হচ্ছে জনগণের কল্যাণের বিষয়টি নিশ্চিত করা।’ বিবিসি বলছে, ইউক্রেনের কর্মকর্তাদের এক ভিডিও পোস্টে দেখা গেছে, শুক্রবার চোখ বেঁধে নির্বাচিত মেয়র ইভান ফেদোরভকে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে ইউক্রেনের মেয়রকে আটকের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন ইউক্রেনীয়রা। শনিবার মেয়রের মুক্তির দাবিতে প্রশাসন ভবন ঘেরাও করেন শত শত মানুষ। এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেছেন, ‘দখলদাররা মেলিটোপোলের মেয়রকে অপহরণ করেছে। ইউক্রেনের জনগণ তার মুক্তি দাবি করছে। সিএনএন, বিবিসি।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ