বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ময়মনসিংহের ফুলপুরে রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারামারির ঘটনায় স্বামী নুর ইসলাম ওরফে ইছা আলী (৬৮) ও স্ত্রী হনুফা খাতুন(৬৭) মারা যান। এ ঘটনায় করা মামলার দুই নম্বর আসামি মেজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থানা এলাকা থেকে র্যাব-১৪ -এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। এর আগে ৭ মার্চ তারাকান্দা থানার তালদিঘি এলাকা থেকে মামলার ৩ নম্বর আসামি মাইন উদ্দিনকে গ্রেফতার করা হয়েছিল। তারা দুজনই উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের কিসমত বেরুয়া গ্রামের পচন আলীর ছেলে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মেজ উদ্দিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে ৭ মার্চ মামলার ৩ নম্বর আসামি মাইন উদ্দিনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, ফুলপুর উপজেলার কিসমত বেরুয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে নুর ইসলাম ওরফে ইছা আলী (৬৮) এর সাথে আপন ভাই পচন আলী ওরফে পচা মিয়া (৬৫) গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত ৪ মার্চ শুক্রবার সকালে পচন আলী ওরফে পচা মিয়ার নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভাই নুর ইসলাম ও তার স্ত্রী হনুফা খাতুন(৬৭)কে মারপিট করে। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ঐ দিন রাত অনুমান সোয়া ১০ টার দিকে নুর ইসলাম মৃত্যু বরণ করেন। নিহত নুর ইসলামের স্ত্রী হনুফা খাতুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে টানা ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে মারা যান। এঘটনায় নিহত নুর ইসলামের নাতি সেলিম মিয়া বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।