Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আংটি দেখে স্বর্ণ ব্যবসায়ীর লাশ শনাক্ত

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২২, ১২:০১ এএম

তিনদিন ধরে নিখোঁজ ছিলেন স্বর্ণ ব্যবসায়ী উত্তম কুমার ধর (৪০)। পরিবারের সদস্যদের কাছে খবর আসে এক ব্যক্তির কয়েক টুকরো লাশ পড়ে আছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। পরে মর্গে গিয়ে তার আঙ্গুলের আংটি দেখে লাশ শনাক্ত করেন তার ছোট ভাই উজ্জল কুমার ধর। গত শুক্রবার রাতে লাশ পাওয়ার পর পরিবারের সদস্যদের মাঝে নেমে আসে শোকের ছায়া।
গত বৃহস্পতিবার রাতে জেলার সীতাকুন্ডের ডেবারপাড় রেললাইন থেকে উত্তমের ছিন্নবিচ্ছিন্ন লাশ উদ্ধার করে রেল পুলিশ। লাশ এতটাই বিকৃত ছিল যে পরিচয় নিশ্চিতে পুলিশকে আঙ্গুলের ছাপ ও ডিএনএ সংগ্রহ করতে হয়। উত্তম কুমার জেলার ফটিকছড়ি থানার নাজিরহাট বাজারের জনতা জুয়েলার্সের মালিক। তিনি ফটিকছড়ির শাহনগর বণিকপাড়ার বাসিন্দা। তার এক ছেলে ও এক মেয়ে আছে।
পরিবারের সদস্যরা জানান, তিনি সব সময় তিনটি পাথরের আংটি পরতেন। হাসপাতালের মর্গে লাশের হাতের দুটি আঙ্গুলে দুটি পাথরের আংটি পাওয়া যায়। রেল পুলিশ জানিয়েছে, ওই ব্যবসায়ী আর্থিক সংকটে ভুগছিলেন। সে জন্য তিনি মানসিক চাপে ছিলেন। ফলে কয়েক দিন আগে ঘর থেকে বেরিয়ে সীতাকুন্ডে দুর্ঘটনার শিকার হন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ