Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তালতলীতে ভগ্নিপতির কান কাটলো শ্যালক, গ্রেফতার ১

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ মার্চ, ২০২২, ২:৩৬ পিএম

বরগুনার তালতলীতে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মো. আবুল কালাম চৌকিদার নামের এক বৃদ্ধার দুটি দাঁত ও একটি কান কেটে দিয়েছে সন্ত্রাসীরা। পুলিশ মো. আব্দুল গনি নামের একজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পাওয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, প্রতিদিনের মতো আবু কালাম নিজ জমিতে বোরো ধানে পরিচর্যা করতে ঔষধ দিতে যায়। এ সময় জমিজমার পূর্ব শত্রুতার জের ধরে রাসেল, গনি ও আলমগীরসহ ৭-৮ জন সন্ত্রাসী বাহিনী আবুল কালামকে পিছন থেকে হামলা করে বেধড়ক মারধর করেন। এতে তার মুখের ২ টা দাঁত পড়ে যায় ও একটি কান কেটে নেয়। এসময় তার স্ত্রী শাহানা বেগম বাধা দিতে আসলে তাকেও মারধর করেন। পরে স্থানীয়রা আবুল কালাম ও তার স্ত্রী কে উদ্ধার করে তালতলীতে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আবু কালামের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আরিফ বলেন, আমার প্রতিবেশী রাসেলের সাথে জমিজমা নিয়ে ঝামেলা রয়েছে। তারই জের ধরে আমার বাবাকে মারধর ও কান কেটে নিয়েছে রাসেলের সন্ত্রাসী বাহিনী। একইসাথে আমার মাকেও পিটিয়ে আহত করেছেন।

এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে মো. রাসেল বলেন, আবুল কালামের জমিতে আমাদের গরু ঘাষ খেতে গেলে তারা আমাদের গরুকে বেধড়ক পেটায়। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে গেলে কালাম এর লোকজন আমাদের উপর হামলা করে।

এ বিষয়ে তালতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আহত আবু কালাম এর পক্ষ থেকে থানায় একটি মামলা হয়েছে। আব্দুল গনি নামের একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ