রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
কুষ্টিয়ার দৌলতপুরে আপন ছোট ভাইয়ের সহযোগিতায় দুলাভাইয়ের হাতে জহুরুল ইসলাম ওরফে জানারুল (৩০) নামে এক শ্যালক খুন হয়েছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক দুলাভাই রফিকুল ইসলাম ওরফে রফিককে (৪০) পুলিশ আটক করেছে। নিহত জানারুল দরিপাড়া গ্রামের সামসুল হুদার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জানারুলের আপন ভাই ভাষান ও দুলাভাই রফিক মিলে বিদেশে লোক পাঠানোর নাম করে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়। এ ঘটনার প্রতিবাদ জানায় জানারুল। এ নিয়ে জানারুলের সাথে ও তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতে জানারুলের ভাই ভাষানের সহযোগিতায় দুলাভাই রফিক জানারুলকে ধারাল হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানারুলকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পরপরই বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক দুলাভাই রফিককে আটক করে পুলিশে সোপর্দ করলেও ভাষান পালিয়ে যায়। ঘাতক রফিক পার্শ্ববর্তী বিলবোয়ালিয়া গ্রামের মৃত রসুল ম-লের ছেলে। হত্যাকা-ের বিষয়ে দৌলতপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহীন জানান, ঘাতক রফিককে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।